দেশনিউজ

দুবাইয়ের বাজার দখল করছে ধোনির ক্ষেতের ফসল, নতুন চমক দেখাচ্ছেন ক্যাপ্টেন কুল

Advertisement
Advertisement

মহেন্দ্র সিং ধোনি, অর্থাৎ ‘ক্যাপ্টেন কুল’ নামে খ্যাত প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জনপ্রিয়তা শুধু ভারত কেন, গোটা বিশ্বেই তুঙ্গে। তাঁর জনপ্রিয়তার সাথে সাথে বাড়ছে তাঁর নিজের ক্ষেতের সব্জিও। সেই সব্জির চাহিদা আকাশছোঁয়া। তথ্য সূত্রে জানা গেছে, ধোনির রাঁচির ফার্ম হাউসের সব্জি পাড়ি দেবে দুবাই। বর্তমানে সেটিরই তোড়জোড় জোরকদমে চলছে।

নিজের রাজ্য ঝাড়খণ্ডের কৃষি বিভাগ এই সব্জি দুবাইয়ে পাঠানোর দায়িত্ব নিয়েছে। এই কাজে সহায়তা করছে ‘অল সিজন ফার্ম ফ্রেশ’ নামক এজেন্সি। এই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই ঝাড়খণ্ডের কৃষি বিভাগ গালফ দেশগুলিতে তাদের আনাজ বহুদিন ধরে রপ্তানি করছে।

প্রসঙ্গত ঝাড়খণ্ডের রাঁচির, সেম্বো গ্রামের রিং রোডে মোট ৪৩ একর জায়গা জুড়ে ধোনির খামার বাড়ি। সেই খামারবাড়ির সংলগ্ন ১০ একর জমিতে চাষ সম্পন্ন হয়। প্রধানত লিচু, বাঁধাকপি, পেঁপে, টম্যাটো, ব্রকোলি, কড়াইশুঁটি প্রভৃতি দারুণভাবে জনপ্রিয়।

এই খবর প্রকাশ্যে আসতেই দুবাইতে ধোনিকে নিয়ে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, স্ত্রী সাক্ষীকে নিয়ে ধোনি এখন দুবাইতেই আছেন।

Related Articles