দেশনিউজ

শুরু রাম মন্দির নির্মাণের কাজ, ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের জন্য রাখা হল বিশেষ আবেদন

ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, তাদের মন্দির নির্মাণের জন্য সাধ্যমত দান করার অনুরোধ করা হয়েছে।

Advertisement
Advertisement

গত ৫ আগস্ট রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠান হয়েছিল। এবার সমস্ত বাধা বিপত্তি শেষ পর্যন্ত রাম মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে টুইট করে একথা জানানো হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, তাদের মন্দির নির্মাণের জন্য সাধ্যমত দান করার অনুরোধ করা হয়েছে।

ট্রাস্টের পক্ষ থেকে আজ একটি অ্যাকাউন্ট নম্বর শেয়ার করা হয়েছে। সেখানে ভক্তরা চাইলে মন্দির নির্মাণের জন্য অনুদান করতে পারে। ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চপত রায় জানিয়েছেন যে দেশ-বিদেশের বহু রামভক্ত মন্দির নির্মাণের জন্য দান করতে চান। তাঁদের যাতে সুবিধা হয় তাই সমস্ত তথ্য দেওয়া হয়েছে।

Related Articles