আন্তর্জাতিকদেশনিউজ

চিনের পর এবার পাকিস্তান! প্রবল উত্তেজনা কাশ্মীর সীমান্তে, তাহলে কি যুদ্ধ শুরু?

Advertisement
Advertisement

তবে কি শুরু হতে চলেছে যুদ্ধ? একদিকে গালওয়ান অন্যদিকে কাশ্মীর! একদিকে চিন, অন্যদিকে পাকিস্তান! কার সাথে প্রথম যুদ্ধে জড়াবে ভারত? বাড়ছে উদ্বেগ। কাশ্মীরে ইতোমধ্যেই যুদ্ধ-প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। জম্মু-কাশ্মীর প্রশাসন তরফে বলা হয়েছে , গ্যাসের ডিস্ট্রিবিউটারা পরবর্তী দুমাসের জন্যে রানন্নার গ্যাসেরর সিলিন্ডার যেন মজুত করে রাখে। সেই সঙ্গে জানানো হয়েছে, জন্মু ও কাশ্মীরে ভূমিধ্বসের কারণে পণ্য পরিবহণে অসুবিধা হতে পারে। যেই জন্য আগামী দুমাসের জন্য কাশ্মীরে রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত রাখতে বলা হয়েছে।

এছাড়াও, কাশ্মীরের কার্গিল সংলগ্ন এলাকা গান্ডারওয়ালে পুলিশ প্রসাশনকে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, গান্ডারওয়ালের ১৬টি স্কুল যেন খালি করে দেওয়া হয়। সেখানে নিরাপত্তা কর্মীদের থাকার ব্যবস্থা করা হবে।স্থানীয় লোকজনের মতে, সরকার যে কারণেই দেখাক না কেন, এ বিষয়ে তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। এখানে যে বেশ বড় ধরনের কিছু ঘটতে চলেছে, সেটা নিয়ে তারা নিশ্চিত।

প্রসঙ্গত, লকডাউন হোক কিংবা ৩৭০ ধারা রদ হোক, কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। গত ৪ মাসে ৪ জঙ্গি সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকে ভারতীয় সেনারা খতম করলেও, কাশ্মীরে সেই জঙ্গি হামলা অব্যাহতই রয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, প্রায় ২৫০ জন কাশ্মীরি যুবকের পাকিস্তানের ভিসা ছিলো। কিন্তু হঠাতেই তারা লাপাত্তা হয়ে গিয়েছে। গোয়েন্দারা আরও জানিয়েছেন, ভারতে ঢুকতে সীমান্তে প্রায় ৪০০ জঙ্গি অপেক্ষা করছে। এই মুহূর্তে কাশ্মীরের পরিস্থিতি খুব একটা ভালো নয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় সেনাবাহিনীর এই প্রস্তুতি কি তাহলে যুদ্ধের লক্ষন?

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles