লাইফস্টাইল

ঘরে পাল্টে ফেলুন ‘ছোট্ট’ এই 3 জিনিস, হু হু করে কমে যাবে ইলেকট্রিক বিল

Advertisement
Advertisement

Reduce Electric Bill Tricks: বিদ্যুতের বিল বেশি হলেই মধ্যবিত্তের মাথায় হাত পড়ে। উপার্জনের অনেকটা অংশ বিদ্যুৎ বিলে খরচ হয়ে যায়। অনেকেই নিয়ম মেনে বেশি প্রয়োজনীয় কাজে বিদ্যুৎ না খরচ করার পরেও মোটা অঙ্কের বিদ্যুতের বিল হাতে পান। এইখানেই বিশেষজ্ঞদের দাবি বাড়িতে তিনটি ছোট্ট বদল করলেই বিদ্যুতের খরচ নিয়ন্ত্রণে আনা সম্ভব। নিম্নে এই বিষয়েই বিস্তারে আলোচনা করা হল। (How to control electricity bill?)

বিদ্যুৎ বিল কমানোর উপায় (Tips to reduce electric bill)

Reduce Electric Bill Tricks

১. পুরোনো বাল্ব (Old Bulbs): বাড়িতে কি পুরোনো বাল্ব রয়েছে? উত্তর ‘হ্যাঁ’ হলে এখনই বদলে ফেলুন। কারণ পুরোনো বাল্ব থাকলে তা বিদ্যুতের বিল তরতরিয়ে বাড়ায়। অনেকেই জানেন না, বাড়িতে পুরোনো বাল্ব জ্বললে বিল বাড়ে। ফলে অনেক মেপে ব্যবহার করার পরেও বুঝতেও পারা যায় না যে ঠিক কেন বাড়ির বিদ্যুৎ বিলের খরচ বাড়ছে। বাড়ি তো আর অন্ধকার করে রেখে দেওয়া যায় না! এই অবস্থায় পুরোনো বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব ব্যবহার করা যেতে পারে। এই বাল্ব জ্বালালে উজ্জ্বল আলো পাওয়ার পাশাপাশি বিদ্যুতের বিলও কম আসবে।

Reduce Electric Bill Tricks

২. হিটার (Heater): অনেক বাড়িতেই শীতের দিনে হিটার ব্যবহার করা হয়। কিছুজন তো আবার অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন হিটার ব্যবহার করেন। আপনিও যদি এমনই একজন হয়ে থাকেন, তাহলে জানিয়ে রাখি এই অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন হিটার সরিয়ে ফেলতে হবে। এই হিটারগুলো হুহু করে বিদ্যুৎ টানে। যার ফলে বিদ্যুতের বিল বেশি আসতে দেখা যায়। প্রয়োজন হলে ব্লোয়ার ব্যবহার করা যেতে পারে। এটি বিদ্যুৎ কম খরচ করার পাশাপাশি নিরাপদও।

Reduce Electric Bill Tricks

৩. গিজার (Geyser): বহু বাড়িতেই আজও জল গরম করার জন্য পুরোনো মডেলের গিজার বা হিটিং রড ব্যবহার করা হয়। এগুলো খুবই বিপদজনক হওয়ার পাশাপাশি বিদ্যুতও বেশি টানে। যার ফল দেখতে পাওয়া যায় বিদ্যুতের বিলে। এক্ষেত্রে গিজার বদলে নেওয়া যেতে পারে। উন্নত মডেলের গিজার আনলে তা বিদ্যুৎ কম টানবে। ফলস্বরূপ, বিদ্যুতের বিল দেখে আর চোখ কপালে উঠবে না।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles