লাইফস্টাইল

Happy New Year 2021 Wishes : বর্ষবরণের শুভ সময়ে নববর্ষ-র শুভেচ্ছা

বর্ষবরণের শুভ সময়ে জানাই নববর্ষ ২০২১ (Happy New Year 2021)-র প্রীতি ও শুভেচ্ছা

Advertisement
Advertisement

দেখতে দেখতে শেষ হতে চলল একাট গোটা বছর। ২০২০-র শুরু থেকে একটা দিনও শান্তিতে কাটায়নি দেশবাসী। কখনও করোনা কখনও আবার ঘূর্ণিঝড় আমফান। সব মিলিয়ে চরম বিপাকে পরে দেশবাসী। হাতে আর মাত্র একটা দিন। তারপরেই বর্ষবরণ ২০২০ কে বিদায় জানিয়ে ২০২১ (Happy New Year 2021) কে বরন করে নেওয়ার পালা। তাই উৎসব প্রেমি দেশবাসী বর্তমানে মেতেছে বিষ বছরের বিষকে ভুলে নতুনকে স্বাগত জানাতে।

বাঙালি থেকে অবাঙালি বর্তমানে সবাই হুজুগে গা ভাসাতে ভারী ভালোবাসে। দুর্গা পুজো হোক বা দিওয়ালি, আবার বড়দিন কিংবা বর্ষবরণ সোশ্যাল মিডিয়ায় আপডেট করতে ভুল হয় না হুজুকে গা ভাসানো মানুষ গুলোর। বর্তমানে ফেস্টুন, পোস্টার, দেওয়াল লিখন ধীরে ধীরে ফিকে হচ্ছে। বদলে ব্যবহার করা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারের ব্যবহার অনেক বেশি। হাতে হাতে এখন স্মার্ট ফোন। সেক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্ষবরণ জানতে আগাম হাজির শুভেচ্ছাপত্র।

সারা বিশ্বজুড়েই পালিত হয় নিউ ইয়ার। তাই ২০২০ কে বিদায় জানিয়ে ২০২১-র স্বাগত জানাতে একেবারে তৈরি সকলে। ইংরেজি নববর্ষ ২০২১ (Happy New Year 2021)-কে আগমন জানাতে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। বিভিন্ন স্টিকার আকারে হাজির শুভেচ্ছা পত্র। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে যাকে ইচ্ছে এই শুভেচ্ছাপত্রগুলি পাঠিয়ে ২০২১-কে স্বাগত জানানোর জন্য আহ্বান জানাতে পারেন আপনিও।

শুভেচ্ছাপত্র আকারে সেই স্টিকার গুলিতে কোনওটায় লেখা ‘হাপি নিউ ইয়ার’, আবার কোনওটায় লেখা ‘বর্ষবরণের শুভ সময়ে জানাই নববর্ষ ২০২১ (New Year 2021) -র প্রীতি ও শুভেচ্ছা’। ইতিমধ্যে নানান ধরনের স্টিকার হাজির নববর্ষকে স্বাগত জানাতে। তাই দেরি না করে নববর্ষের আগেই আগাম আপনার প্রিয় মানুষকে জানিয়ে দিন নববর্ষের শুভেচ্ছা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles