অর্থনীতি

SBI নিয়ে এল কৃষকদের জন্য বড় উপহার, জানুন বিস্তারিত

৯ শতাংশ সুদে লোন পাওয়া যায় ৷ আর সরকার ২ শতাংশ সাবসিডি দিয়ে থাকে এই কার্ডের গ্রাহকদের জন্য।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার জন্য এবার কিষাণ ক্রেডিট কার্ড তৈরি করার প্রক্রিয়া আরও সহজ করে দিয়েছে ৷ চাষীরা এই কার্ডের মাধ্যমে চাষের জন্য সহজেই লোন পেয়ে থাকেন। ৯ শতাংশ সুদে লোন পাওয়া যায় ৷ আর সরকার ২ শতাংশ সাবসিডি দিয়ে থাকে এই কার্ডের গ্রাহকদের জন্য। সমস্ত চাষিরা ও চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই কেসিসি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

এছাড়া সময় মত লোন ফিরত দিলে ৩ শতাংশ ছাড় পাওয়া যায়। ফলে সময়ে লোনের টাকা ফেরত দিয়ে দিলে লোনের উপরে ৪ শতাংশ সুদ দিতে হবে৷ এই অ্যাকাউন্টের বিষয়ে সমস্ত তথ্য অনলাইনে জানার জন্য ব্যাঙ্ক দিচ্ছে বিশেষ সুবিধা। এবার বাড়িতে বসেই সহজেই কাজ করতে পারবেন।

কিভাবে অ্যাকাউন্ট-র কাজ বাড়িতে বসেই করতে পারবেন? জেনে নিন-

প্রথমে SBIYONO অ্যাপ ডাউনলোড করতে হবে ৷
YONO অ্যাপে লগইন করার পর কৃষকদের YONO Krishi platform-এ ক্লিক করতে হবে ৷
এরপর KCC Review অপশন সিলেক্ট করতে হয় ৷
তারপর Submit অপশন মিলবে ৷
এখানে ক্লিক করতেই KCC অ্যাকাউন্টের সমস্ত তথ্য মিলবে।

এই অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্রের সঙ্গে পরিচয় পত্র, প্যান কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অ্যাড্রেস প্রুফ জমা দিতে হবে ৷

Related Articles