অর্থনীতিনিউজ

LIC Scheme: এলআইসি-র দুর্দান্ত প্ল্যান! এককালীন বিনিয়োগে পাওয়া যাবে ১২ হাজার টাকার বেশি পেনশন

এলআইসিতে বিনিয়োগ আর্থিক ভাবে নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ!

Advertisement
Advertisement

ভবিষ্যত সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন স্কীম বাজারে রয়েছে। যেগুলোর প্রত্যেকটিই বেশ লাভজনক। তবে নিরাপত্তার দিক থেকে মানুষ বিনিয়োগের ক্ষেত্র হিসাবে এলআইসিকেই (LIC Scheme) বেছে নেয়। কারণ এলআইসি ভারতের সবচেয়ে বড় বীমা সংস্থা। এলআইসি গ্রাহকদের নানা স্কিম অফার করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো এলআইসি সরল পেনশন যোজনা। ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য এই পলিসি খুবই দুর্দান্ত।

এলআইসি (LIC Scheme) সরল পেনশন যোজনা একটি ইন্ডিভিজ্যুয়াল ইনস্ট্যান্ট অ্যানুইটি প্ল্যান। এই সরল পেনশন যোজনা এমন একটি স্কীম যেখানে একবার বিনিয়োগ করেই একবছর পর থেকেই পেনশনের সুবিধা পাবেন গ্রাহকরা। ভারতে আর কোনো সংস্থা এমন স্কীম অফার করে না। এই প্ল্যান কেনার পর থেকে ৫ শতাংশ অ্যানুইটির হার মেলে। তিন মাস, ছয় মাস কিংবা বছরে একবার পেনশন পাওয়ার বিকল্প বেছে নিতে পারেন।

এলআইসির (LIC Scheme) সরল পেনশন যোজনা কেনার জন্য ব্যাক্তির নুন্যতম বয়স ৪০ থেকে সর্বোচ্চ বয়স ৮০ হতে হবে। একবার এই প্ল্যানে বিনিয়োগ করলে সারা জীবন পেনশনের সুবিধা পাওয়া যাবে। সিঙ্গেল লাইফ ও জয়েন্ট লাইফ এই দুটি অপশনে বিনিয়োগ করা যাবে। সিঙ্গেল লাইফের ক্ষেত্রে পলিসি হোল্ডারের মৃত্যুর পর নমিনি হোল্ডার টাকা পাবেন। অন্যদিকে জয়েন্ট লাইফের ক্ষেত্রে একজনের মৃত্যু হলে ওপর জন পেনশন পাবেন।

এলআইসির (LIC Scheme) সরল পেনশন প্ল্যানে বিনিয়োগ করলে প্রতি মাসে নুন্যতম ১০০০ টাকা করে পেনশন পাবেন গ্রাহকরা। অর্থাৎ এক বছরে ১২,০০০ টাকা। তবে সর্বোচ্চ পেনশনের কোনো সীমা নেই। কত টাকা দিয়ে পেনশন স্কিম কিনছেন তার উপর নির্ভর করছে পেনশনের পরিমান। কোনো ব্যক্তি ৪০ বছর বয়সে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৪ হাজারের বেশি পেনশন পাবে। অন্যদিকে যদি ৪২ বছর বয়সে ৩০ লক্ষ টাকা দিয়ে এই স্কিম কেনেন, তাহলে ঐ ব্যক্তি প্রতি মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন।

Related Articles