অর্থনীতি

LPG সিলিন্ডারের গ্রাহকরা এই বিশেষ সুবিধা পেয়ে থাকেন! আপনি না পেলে জেনে নিন

Advertisement
Advertisement

LPG Subsidy: প্রতিদিন সকাল হলেই প্রতিটি বাড়ির রান্নাঘরে যেন দক্ষযজ্ঞ বেধে যায়। কারোর অফিসের খাবার, কারোর স্কুলের টিফিন, কারোর আবার ডায়েটের মেনু তৈরির জন্য হাজার রকমের রকমারি পদ তৈরি করতে হয়। আর এইসব রান্না করতে গেলে সবার আগে যেটি প্রয়োজন সেটি হল গ্যাস। সেটা না থাকলে মাথায় যেন বাচ পড়ার মতো অবস্থা। কারোর রান্নাঘরে একটি সিলিন্ডার আবার কারোর রান্নাঘরে (Kitchen) আমরা ডাবল সিলিন্ডার দেখে থাকি।

আগেকার দিনে বেশিরভাগ মানুষই উনুনে অথবা স্টোভে রান্না করতো। কিন্তু এখন গরীব থেকে মধ্যবিত্ত হোক বা বড়লোক সব বাড়িতেই LPG গ্যাসের ব্যবহার বেড়েছে। ২০১৬ সালের ১ মে থেকে ২০২৩ সাল অবধি অর্থাৎ এই ৯ বছরে ১৭ কোটিরও বেশি গ্রাহক LPG কানেকশন নিয়েছে। কানেকশন যেমন বেড়েছে তেমনই বেড়েছে গ্যাসের দাম। তবে, জানেন কি LPG সিলিন্ডারের গ্রাহকরা কোম্পানি থেকে একটি সুবিধা পায়।

LPG Subsidy

কিন্তু ডিস্ট্রিবিউটাররা এই বিষয়ে গ্রাহকদের কোনো তথ্যই দেয়না। আর সেই কারণে গ্রাহকরা নিজেদের অধিকার সম্পর্কেও সচেতন নয়। চলুন আগে জেনে নেওয়া যাক কোম্পানির তরফ থেকে গ্রাহকদের কি সুবিধা প্রদান করা হয়।

Check All Details Of LPG Subsidy

কোম্পানির তরফ থেকে পাওয়া সুবিধা (Benefits provided by the company)

আপনি কি জানেন গ্যাস সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই কোম্পানি গ্রাহকদের ৫০ লাখ টাকা পর্যন্ত বিমা দিয়ে থাকে।

কোম্পানি কেন এই সুবিধা দেয়? (Why does the company offer this benefit?)

LPG-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, সিলিন্ডার থেকে হওয়া কোনো দুর্ঘটনার কারণে যদি গ্রাহকদের জীবন ও সম্পত্তি সংক্রান্ত কোনো ক্ষতি হয় তাহলেই এই ৫০ লাখ টাকা বিমা কভার দেবে কোম্পানি।

কতদিন পর্যন্ত বিমা কভার থাকে? (How long is the insurance cover?)

সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই বিমা কভারের মেয়াদ থাকে। অনেক সময় গ্রাহক মেয়াদ শেষের তারিখ না দেখেই সিলিন্ডার কিনে নেয়।

গ্যাস সংযোগ নেওয়ার সময় গ্রাহক কত টাকা বিমা পায়? (How much insurance does the customer get while taking gas connection?)

গ্যাস সংযোগ নেওয়ার সময় গ্রাহকরা ৪০ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পায়। সিলিন্ডার থেকে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে ওই ক্ষতিগ্রস্ত ব্যাক্তি বিমা দাবি করতে পারেন। এমনকি গণ দুর্ঘটনার ক্ষেত্রে ৫০ লাখ টাকা বিমা পাবেন।

এই বিমার খরচ কে দেয়? (Who pays for this insurance?)

এই বিমার খরচ পুরোটাই তেল কোম্পানি দেয়। দুর্ঘটনার পর ৩০ দিনের মধ্যে থানা ও ডিস্ট্রিবিউটারকে এই বিষয়ে জানাতে হবে। এই বিমার জন্য গ্রাহকের কাছ থেকে কোনো প্রিমিয়াম নেওয়া হয় না। যার নামে গ্যাস সংযোগ নেওয়া আছে সেই বিমার সুবিধা পাবেন।

LPG Subsidy

গ্রাহকের পরিবর্তে কে এই বিমার সুবিধা পাবেন? (Who will get this insurance benefit instead of customer?)

গ্রাহকের পরিবর্তে কে এই বিমার সুবিধা কেউই পাবেন না। কেননা, গ্রাহক কাউকে নমিনি করতে পারবেন না।

কোন কোন কোম্পানি এই খরচ বহন করে? (Which companies bear these costs?)

ইন্ডিয়ান অয়েল, এইচপিসিএল, বিপিএল এর মতো তেল কোম্পানি গুলি এই খরচ বহন করে।

Rs 2000 Note
হয়ে যান সাবধান! ২০০০ টাকার নোট বাজারে চলবে কি চলবে না? জানাল RBI

বিমা দাবি করার জন্য কি কি প্রয়োজন? (What is required to make an insurance claim?)

বিমা দাবি করার জন্য মেডিক্যাল কাগজপত্র, থানায় এফআইআরের কপি, পোস্টমর্টেম রিপোর্ট, বিল, মৃত্যুর সার্টিফিকেট এইসব কিছু প্রয়োজন।

কি কি না থাকলে বিমা কভার পাওয়া যাবে না? (What if the insurance cover is not available?)

১.পাইপ, রেগুলেটর, ওভেন ISI চিহ্নিত না থাকলে বিমা কভার পাবে না।

২.দীর্ঘদিন ওভেন ও পাইপ পরীক্ষা না করলে বিমা কভার পাওয়া যাবে না।

৩.দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে না জানালে বিমা কভার দেওয়া হয় না।

তবে, অনেকক্ষেত্রে আবার দেখা যায় যে, এতকিছু দেওয়ার পরেও বিমা কভার পাওয়া যায় না।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles