অর্থনীতি

হয়ে যান সাবধান! ২০০০ টাকার নোট বাজারে চলবে কি চলবে না? জানাল RBI

Advertisement
Advertisement

Rs 2000 Note: এখনই ২০০০ টাকার নোট অবৈধ নয়! জানাল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। বছর শেষ হতে আর বাকি হাতে গোনা কয়েকটি দিন। আর এই বছরেরই শুরুর দিকে কেন্দ্রীয় ব্যাঙ্ক বাজার থেকে ২০০০ টাকা নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে, বাজারে অনেক ২০০০ টাকার নোট রয়ে গিয়েছে।

Rs 2000 Note

তবে, এই ২০০০ টাকার নোট নিয়ে মানুষের মধ্যে যাতে কোনো রকমের আতঙ্কের সৃষ্টি না হয় তার কারণেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ২০০০ টাকার নোট যে অবৈধ নয় সেটাই জানিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কি জানানো হয়েছে? (What has been informed by the Reserve Bank?)

RBI দেওয়া তথ্য অনুযায়ী বাজারে যত ২০০০ টাকার নোট ছিল তার ৯৭.২৬ শতাংশ ৩০ নভেম্বর ২০২৩ সালের মধ্যে ব্যাংকে রিটার্ন এসেছে। কিন্তু বাকি ৯,৭৬০ কোটি টাকা এখনও বাজারে রয়ে গিয়েছে। আর সেই কারণেই এখনই ২০০০ টাকার নোটকে অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে না। যারফলে নির্দিষ্ট নিয়ম মেনে এখনও ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে।

Rs 2000 Note

কত তারিখের মধ্যে ২০০০ টাকা জমা দেওয়ার ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাংক? (Reserve Bank announced to deposit Rs 2000 Note by which date?)

ব্যাংকের দেওয়া নির্দেশ অনুযায়ী চলতি বছরের ১৯ মে পর্যন্ত ২০০০ টাকার নোট জমা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। যা পরবর্তীকালে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৩ সাল অবধি করা হয়। কিন্তু তারপরেও টাকা মার্কেটে থেকে যাওয়ায় সময়সীমা আরও বাড়ানো নয়। যা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়।

Short Film
ঝোপ বুঝে কোপ! স্বামীর অনুপস্থিতিতে দেওরের সঙ্গে কুকর্ম কামুক বৌদির, তুমুল ভাইরাল এই শর্টফিল্ম

RBI ছাড়া আর কোথায় ২০০০ টাকার নোট জমা করা যেত? (RBI where else could the notes of 2000 rupees be deposited?)

৭ অক্টোবরের পর ব্যাঙ্কের তরফ থেকে ২০০০ টাকার নোট জমা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরেও জনসাধারনের সুবিধার্থে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ২০০০ টাকার নোট জমা করার সুবিধা দেওয়া হয়। কিন্তু এতেও লাভের লাভ কিছুই হয়নি। এখনও পর্যন্ত বাজার থেকে সমস্ত ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা পড়েনি।

Rs 2000 Note

কত টাকার নোট বাজারে রয়েছে? (How many rupee notes are in the market?)

এখনও পর্যন্ত ৯,৭৬০ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট বাজারে রয়েছে।

যথারীতি এই কারণেই ২০০০ টাকার নোটের আইনি টেন্ডার বন্ধ করেনি RBI। আর তাইতো ২০০০ টাকার নোট এখনই ‛অবৈধ’ নয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles