অর্থনীতি

ATM থেকে ছেঁড়া-ফাটা নোট বেরলে কি করবেন? জেনে নিন, সময়ে কাজে লাগবে

Advertisement
Advertisement

Damage Notes Exchange: নোট ছিঁড়ে গেছে? বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে? ভাবছেন হয়তো পুরো টাকাই জলে গেল? চিন্তার কোনো ব্যাপার নেই। কারণ আরবিআই-এর নির্দেশিকা (RBI Guidelines) অনুযায়ী নোট বদলানো সম্ভব। নির্দিষ্ট কিছু শর্ত পালন করলেই ভারতীয় নাগরিকরা ব্যাঙ্কে গিয়ে ছেঁড়া, নষ্ট বা রং লেগে যাওয়া নোট বদলাতে পারবেন। সরকারি ব্যাঙ্ক হোক বা বেসরকারি ব্যাঙ্ক দুই ক্ষেত্রেই নোট বদলানো যাবে।

Damage Notes Exchange

খারাপ নোট বদলাবেন কীভাবে? (Damage Notes Exchange)

মূলত ব্যাঙ্কে গিয়ে নষ্ট নোট বদলাতে হয়। টুকরো হওয়া বা নষ্ট টাকা ব্যাঙ্কে নিয়ে গেলে, ব্যাঙ্ক কিছু বিশেষ শর্তাবলীর অধীনে সেই টাকা বদলাতে বাধ্য। ঠিক এমনটাই বলা হয়েছে আরবিআই (নোট রিফান্ড) সংশোধনী আইন, ২০১৮-এ। সেলোটেপ দেওয়া বা ছেঁড়া নোট ব্যাঙ্ক ফেরত করতে পারবে না। করলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হতে পারে। চলুন নোট বদলানোর শর্তগুলোতে একবার নজর দেওয়া যাক।

Bangla Short Film
অসহায় গৃহবধূর সঙ্গে কুকীর্তি ডাক্তারের, দরজা লাগিয়ে দেখুন এই সাহসী শর্ট ফিল্ম 

আরবিআই অনুযায়ী নোট বদলানোর শর্ত (RBI Rules to change Notes)

১. টাকার অবস্থার উপরে ফেরত পাওয়া টাকার পরিমাণ নির্ভর করে।

২. মনে করা যাক একটি ২০০০ টাকার নোট ছিঁড়েছে। এই নোটের ক্ষেত্রফল হল ১০৯.৫৬ বর্গসেমি। এক্ষেত্রে যদি ৪৪ বর্গসেমি থাকে, তাহলে আপনি টাকার মূল্যের অর্ধেক পরিমাণ টাকা ফেরত পাবেন। আবার নোটটির ৮৮ বর্গসেমি থাকলে পুরো সমান মূল্যের টাকাই ফেরত পাওয়া যাবে।

Damage Notes Exchange

৩. আবার যদি ২০০ টাকার নোট নিয়ে যান, তাহলে আপনি ৩৯ বর্গসেমির জন্য ফেরত পাবেন অর্ধেক পরিমাণ টাকা এবং ৭৮ বর্গ সেমির জন্য ফেরত পেয়ে যাবেন পুরো টাকাই।

৪. অত্যাধিক নষ্ট হয়ে যাওয়া নোট বদলানো যাবে না। এই ধরা যাক, কোনো নোট একদম টুকরো টুকরো হয়ে গেছে বা পুড়ে গিয়েছে। এই ধরণের নোট বদলে কখনওই টাকা ফেরত পাওয়া যাবে না। তবে এই টাকাগুলো আরবিআই ইস্যু অফিসে জমা করা সম্ভব। সেখানে বিশেষ পদ্ধতি অবলম্বন করে টাকা বদলানো হয়। মনে রাখতে হবে, ইচ্ছে করে কেটে ফেলা বা ছিঁড়ে ফেলা টাকার বদলে কখনওই টাকা ফেরত দেওয়া হয় না।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles