অর্থনীতি

রাতারাতি সাসপেন্ড হল এই ব্যাঙ্ক, জমানো টাকার কি হবে?

Advertisement
Advertisement

RBI Update: কড়া সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। প্রশাসনিক কাজে ব্যর্থতার জন্য অবশেষে আরবিআই (RBI)-র তরফে এক ব্যাঙ্কের বোর্ডকেই সাসপেন্ড করা হল। কোন ব্যাঙ্কের বোর্ডকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ব্যাঙ্ক? ব্যাঙ্কের বোর্ড বন্ধের প্রভাব কি ব্যাঙ্কের গ্রাহকদের উপরে পড়বে? আপনার অ্যাকাউন্ট নেই তো এই ব্যাঙ্কে? বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদন।

Short Film
শরীরের খিদে মেটাতে প্রাক্তন প্রেমিককে ঘরে ঢোকালেন গৃহবধূ, একা দেখুন এই ভিডিও

আরবিআই কোন ব্যাঙ্কের বোর্ড সাসপেন্ড করল? (RBI Update)

প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, আরবিআই ‘অভ্যুদয় কো-অপারেটিভ’ (Abhyudaya Co-operative) ব্যাঙ্কের বোর্ডকে সাসপেন্ড করেছে। অনির্দিষ্টকালের জন্য না হলেও মোট ১ বছরের জন্য এই ব্যাঙ্কের বোর্ডকে সাসপেন্ড করা হয়েছে। এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর পদে নিযুক্ত করা হয়েছে সত্য প্রকাশ পাঠককে। এই ব্যাপারে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, আরবিআই-এর এই সিদ্ধান্ত দ্বারা গ্রাহকরা প্রভাবিত হবেন না। ব্যাঙ্কের গ্রাহক সংক্রান্ত কোনো কাজেই এই ঘটনার প্রভাব পড়বে না।

RBI Update

অভ্যুদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক (RBI Update Abhyudaya Co-operative)

১. অভ্যুদয় কো-অপারেটিভ ব্যাঙ্কের সূচনা ঘটেছিল ১৯৬৪ সালে। মাত্র ৫০০০ টাকা সহযোগে এই ব্যাঙ্কের যাত্রা শুরু হয়েছিল।
২. এই ব্যাঙ্ক প্রথমে শুরু হয়েছিল শুধুমাত্র দুধ ও অন্যান্য ছোটখাটো ব্যবসার উদ্দেশ্যে। পরে ১৯৬৫ সালে তা অভ্যুদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক (Abhyudaya Co-operative) হিসাবে পরিচিতি পায়।
৩. এটি ১৯৮৮ সালে নথিভুক্ত হয় আরবিআই-এর শিডিউল ব্যাঙ্কের অধীনে।
৪. বর্তমানে মুম্বাই ছাড়াও দেশের একাধিক বড়ো শহরে এর শাখা আছে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles