Featured

Weather report: পুজোর আগেই মুখে হাসি বাঙালির! অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা!

পুজোর মুখে নিজের খেলা দেখিয়ে অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা। পুজো কাটবে নিশ্চিন্তে?

Advertisement
Advertisement

শরতের আকাশ, আকাশ জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ, চারিদিকে পুজো পুজো গন্ধ, তবেই না মনে হবে শারদ-উৎসব। কিন্তু এসবের কোথায় কি? এক সপ্তাহ জুড়ে আকাশের মুখ ভার। আকাশে কালো মেঘ আর দফায় দফায় ভারী বৃষ্টি। স্বাভাবিক ভাবেই আপামর বাঙালির কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, তবে কি এবার পুজো মাটি করবে এই বৃষ্টি? নতুন জামা – জুতো সব কি নষ্ট হবে কাদায়? এই কদিন বাঙালি কেবল তাকিয়ে ছিল আবহাওয়ার খবরের (Weather report) দিকে।

না, আর চিন্তার কোনো কারণ নেই। এবার সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর (Weather report)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ১২ই অক্টোবর রাজ্য থেকে বিদায় নিতে চলেছে মৌসুমী বায়ু। সেই সঙ্গে এরাজ্যে প্রবেশ করবে শুষ্ক পশ্চিমা বাতাস। এবছর নির্দিষ্ট সময়ের ২ দিন পর অর্থাৎ ১০ জুন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা। আর নির্দিষ্ট দিন থেকে ২ দিন পর ১২ই অক্টোবর রাজ্য থেকে বিদায় নেবে মৌসুমী বাতাস।

এবছর বর্ষা আগমনের পর থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির ঘাটতি ছিল চোখে পড়ার মতো। গোটা জুলাই মাস জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান (Weather report) অনুযায়ী এবছর রাজ্যে বর্ষা আগমনের সময় থেকে গত ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে গত এক সপ্তাহ জুড়ে হওয়া ভারী বৃষ্টির পরিমাণ মাপলে সেই ঘাটতি কিছুটা কমবে বলেই আশা করা যায়। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক ছিল বলেই জানা গেছে।

তবে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather report) অনুযায়ী ১২ই অক্টোবরে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। ফলে পুজোয় বাঙালির আর চিন্তার কোনো কারণ নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোতে বৃষ্টির আর তেমন কোনো সম্ভাবনা নেই। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে শুষ্ক পশ্চিমা বায়ু রাজ্যে প্রবেশ করার ফলে পুজোর সময় রাতের দিকের তাপমাত্রা দিনের তুলনায় কিছুটা কম থাকবে এবং আবহাওয়া আরামদায়ক থাকবে। তাই পুজোয় চুটিয়ে আনন্দ উপভোগ করার জন্য এখন থেকেই তৈরি হয়ে যান।

Related Articles