Featuredনিউজ

Weather Updates: শিরশির ভাব! রাজ্যে কবে থেকে ঝাকিয়ে শীত পড়বে? জেনে নিন

এ বছর ঝাকিয়ে শীত পড়বে রাজ্যে! জানাচ্ছে আবহাওয়া দপ্তর

Advertisement
Advertisement

দুর্গা ঠাকুর জলে পড়ার পর থেকেই শিরশির ভাব বেড়েছে। পাখার সঙ্গে যোগাযোগ কমছে, কম্বলের সঙ্গে যোগাযোগ তৈরি হচ্ছে। এদিকে অক্টোবরের শেষ হতে আর এক দুই দিন বাকি। এখনো কালীপূজা বাকি। তবে এরই মধ্যে জানা যাচ্ছে, খুবই তাড়াতাড়ি রাজ্যে ঝাকিয়ে শীত পড়তে চলেছে। আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এবছর শীত বঙ্গে দ্রুত নেমে আসবে (Weather Updates)।

গত দশ বছর আগের কথা বললে, তিন মাস ধরে রাজ্যে শীত পড়তো। তবে এই কয়েক বছরে খুব কম সময় ধরে শীত রাজ্যে থাকছে। এমনকি গত তিন চার বছর ধরে শীতের মাঝে বৃষ্টিও হতে দেখা গিয়েছে। যার ফলে দীর্ঘদিন মানুষ ঝাকিয়ে শীত পড়ার বিষয়টি মানুষ অনুভব করেনি। অবশ্য, এবারে শীতের মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে এবছর রাজ্যে ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে (Weather Updates)।

এখন থেকেই ভোরের দিকে শীত শীত অনুভব করতে শুরু করেছে মানুষ। দিনের বেলা পাখা চালালেও, রাতের দিকে পাখা বন্ধ করে চাদর টেনে নিতে হচ্ছে গায়ে (Weather Updates)। রাজ্য জুড়ে উত্তরে বাতাস প্রবেশ করেছে। যদিও এক্ষুণি রাজ্যে ঝাঁকিয়ে শীত পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত দুই দিন আকাশ ছিল মেঘলা। ফলে অনেকেই ভেবেছিলেন রাজ্যে আবার বৃষ্টিপাত হবে। যদিও আগামী দিনে কয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেভাবে বৃষ্টি হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের উত্তরের দিকের রাজ্য গুলিতে অর্থাৎ জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমে বেশ ঝাঁকিয়ে শীত পড়েছে। অনেক রাজ্যের তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমেছে। দার্জিলিং এও তাপমাত্রা অনেকটা কমেছে। আগামী কয়েক দিনে দক্ষিণ বঙ্গেও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। হওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এ বছর রাজ্য জুড়ে কিছুটা আগেই পড়বে শীত (Weather Updates)।

Related Articles