বিনোদন

ভারতীয় না হয়েও এইভাবে বলিউডে রাজ করছেন যেসব বিদেশী সুন্দরী, রইল তালিকা

Advertisement
Advertisement

সাধারণ মানুষের সেলেবদের জীবন নিয়ে জানার উৎসাহ সর্বদাই থাকে তুঙ্গে। আর যদি সেই সেলেব হয় বি টাউনের কোনও অভিনেত্রী তা হলে তো কথাই নেই। বলিউডের অভিনেত্রীরা কি করছেন, কোথায় থাকছেন, কি পোশাক পরেছেন, কিরকম সাজগোজ করছেন তাদের ডায়েট থেকে স্টাইল সব কিছুই জানতে চায় অনুরাগীরা। কিন্তু এটা কি জানেন বলিউডে এমন অনেক অভিনেত্রী আছে যারা সাবলীলভাবে হিন্দি বললেও তাদের দেখে ভারতীয় মনে হলেও তারা ভারতীয় নন?

বলিউডে রাজ করছে ভারতীয় নন এই অভিনেত্রীদের তালিকায় এমন অনেকেই আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রথমেই তালিকায় যায় নাম নেব তিনি হলেন আলিয়া ভাট। আলিয়া ভাট এই নামটা শুনে অবাক হওয়ারই কথা। বলিউড সেনসেশনাল আলিয়া ভাট ভারতীয় নন এটা সত্যি অবাক করা বিষয়। আসলে মহেশ ভাট কন্যা আলিয়ার সোনি রাজদান ব্রিটিশ নাগরিক হওয়ায় আলিয়াও ব্রিটিশ।

ভারতে দ্বিনাগরিকত্ব চালু না থাকায় ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ না করায় এ দেশে ভোট দিতে পারেন না আলিয়া। শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও ২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবি দিয়েই মূলত বলিউড যাত্রা শুরু করেন সেনসেশনাল অভিনেত্রী আলিয়া ভাট। তারপর ধীরে ধীরে নিজের সৌন্দর্য ও মেধাকে কাজে লাগিয়ে অর্জন করেছেন একের পর এক সাফল্য। এতো গেল আলিয়ার কথা ভারতীয় নন অথচ বলিউডে দাপিয়ে বেড়াচ্ছে সেই তালিকায় নাম রয়েছে নোরা ফাতেহিরও। নোরা ফতেহি -র তুমুল নাচে মাতোয়ারা নেটদুনিয়া। এমনিতেই বেলিডান্সের জন্য দারুণ জনপ্রিয় নোরা৷ পাশাপশি তাঁর শরীরি হিল্লোলে দেশের সীমান্ত পেরিয়ে অনেক দূরও অবধি। তবে, সাকি গার্ল নোরা আসলে মরক্কো নিবাসী। কানাডার নাগরিকত্ব রয়েছে তার।

অন্যদিকে ভারতীয় নন ক্যাটরিনা কাইফও। জনপ্রিয় ছবি ‘নমস্তে লন্ডনে’ খিলাড়ি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। রুপোলি পর্দায় তাঁকে যে কতটা সুন্দর দেখতে লাগে, তা নিয়ে কারও মনে কোনও সংশয়ই নেই। তবে, সেই সুন্দরী ক্যাটরিনা ব্রিটিশ ভারতীয় অভিনেত্রী। ক্যাটরিনার বাবা কাশ্মীরি, তবে মা ব্রিটিশ। ক্যাটের কাছে রয়েছে ব্রিটেনের পাসপোর্ট। রুপোলি পর্দার পাশাপাশি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন জনপ্রিয় বলিউড তারকা শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দিজ। ২০০৬ সালে মিস শ্রীলঙ্কান ইউনিভার্স হয়েছেন জ্যাকলিন। ২০০৯ সালে সুজয় ঘোষের ছবি ‘আলাদিন’ দিয়ে বলিউডে হাতে খড়ি অভিনেত্রীর। ভারতীয় নন অভিনেত্রী বনিতা সান্ধুও। ‘অক্টোবর’-খ্যাত অভিনেত্রী বনিতা সান্ধু ব্রিটিশ নাগরিক।

এরপর এই যে অভিনেত্রীর নাম আসবে তিনি অনেকদিন আগেই নীল ছবির নিষিদ্ধ গণ্ডি পেরিয়ে সার্ব্বজনীন। তার গায়ে বলিউডের ছাপ লেগেছে অনেক আগেই। ভারতে অবশ্য বিগ বসের হাত ধরেই আশা, আর একবার যখন এসেছেন তখন আর ফিরে যাওয়া নয় নীল দুনিয়ায়। কথা হচ্ছে সানি লিওনকে নিয়ে। বাবা-মা জন্মসূত্রে ভারতীয় হলেও সানির জন্ম, বেড়ে ওঠা কানাডায়।বিয়ের পর মার্কিন নাগরিক সানি লিওন। তবে, সুপার মডেল থেকে বলিউড নায়িকা নার্গিস ফাকরির শরীরে পাগল হয়েছে অনেকে৷ তবে, সেই নার্গিস ফাকরি কিন্তু আমেরিকান অভিনেত্রী। রণবীর কাপুররে বিপরীতে রকস্টার ছবি দিয়ে বলিউডে পথ চলা শুরু করেন অভিনেত্রী।

ভারতীয় নন অভিনেত্রী অ্যামি জ্যাকসনও। প্রতিক বব্বরের বিপরীতে এক দিওয়ানা থা তাঁর প্রথম বলিউডের ছবি। অ্যামি ব্রিটিশ বিউটি পিজিয়নের খেতাব পেয়েছেন। অন্যদিকে, অপরূপ সুন্দরি, বোল্ডনেস এবং চূড়ান্ত দক্ষ অভিনয়ের জন্য দর্শককে চমক দিয়েছেন এলি আব্রাম। তবে, তিনি সুইডিস-গ্রীক অভিনেত্রী। মিকি ভাইরাস ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। এবার আসা যাক ক্লউডিয়া সিসলার প্রসঙ্গে। তবে, তিনিও ভারতীয় নন পোল্যান্ডে জন্ম বালমা গার্ল-র। তাঁর বাবা পোল্যান্ডবাসী এবং মা জার্মানি। সম্প্রতি অক্ষয় কুমরের ‘খিলাড়ি ৭৮৬’তে দেখা যায় তাঁকে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles