Advertisements

কি কান্ড! সারা গায়ে লঙ্কা লেবুর মালা ঝুলিয়ে তুমুল নাচ স্যান্ডি সাহার, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

বর্তমানে ইন্টারনেট কে আমরা বহু কাজে ব্যবহার করে থাকি, তবে ইন্টারনেট কে ব্যবহার করে বহু মানুষ নিজেদের জীবিকা পর্যন্ত চালাচ্ছে আর তাদের মধ্যে অন্যতম হলেন ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আর এদের মধ্যে অন্যতম হল স্যান্ডি সাহা। যার ভিডিও রীতিমতো পেটে খিল লাগিয়ে দিতে পারে যেকোনো সুস্থ মানুষের।

কখনো মুখে ফেস প্যাক লাগিয়ে কাদা কাদা করে ভাইরাল হয়ে যায়, আবার কখনো নাইটি পড়ে পাড়ার বৌদি সেজে ভিডিও বানায়, এক কথায় ভিডিও গুলি খুব বোকা বোকা হলেও যদি আপনার মন খারাপ থাকে তাহলে একবার স্যান্ডির ভিডিও দেখতেই পারেন।

ইতিমধ্যে এম টিভি তে সম্প্রচারিত ইয়ুথ জেনারেশনের অন্যতম পছন্দের রিয়েলিটি শো রোডিজ এ অংশ নিয়েছিল স্যান্ডি, সেখানেই নিজের সমকামী হওয়ার কথা অকপটে স্বীকার করেছিল সে, আর তারপর থেকেই স্যান্ডির জনপ্রিয়তা আরো খানিকটা বেড়ে যায়, ইতিমধ্যে ইউটিউব এবং ফেসবুক পেজে স্যান্ডির ফ্যান সংখ্যা লাখ খানেক।

অ্যাক্টিং এবং ইউটিউব করেই দিব্যি নিজেকে প্রতিষ্ঠিত করেছে স্যান্ডি। আর সেই স্যান্ডি ফের নিজের আরেক উদ্ভট ভিডিও পোস্ট করলো, যা দেখে হেসে কুটিপাতি নেটিজেনরা, ভিডিওটিতে স্যান্ডির শরীরে একটি সুত পর্যন্ত নেই, কেবল সারা শরীর জুড়ে ঝুলছে লেবু আর লঙ্কা।

লঙ্কা লেবু দিয়েই পড়েছে গায়ে গয়না। তবে হঠাৎ এমন সাজ কেনো! তা অবশ্য জানা যায়নি, আর জানার দরকারই বা কি! কারণ স্যান্ডির কি এইসব কাণ্ডকারখানা করতে কোনো কারণ লাগে! তবে স্যান্ডির এই ভিডিও টি তার প্রত্যেকটি ভিডিওর মতোই ব্যাপক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

Related Articles