ভিডিও- শাড়ি পরেই ময়দানে নামলেন সায়নি, ফুটবলে কষিয়ে কিক অভিনেত্রীর

বঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোট যুদ্ধ। রাজনৈতিক দল গুলির প্রার্থীরা নিজেদের জমি দখলের লড়াইয়ের মরিয়া চেষ্টায়। এবার শাসক দল তৃণমূলের প্রার্থী তালিকায় চাঁদের হাট। একের উপর এক স্বনামধন্য তারকারা নেমেছে ভোটের ময়দানে। পরিচালক থেকে শুরু করে টলিউডের ডাক সাইজের তারকা সকলেই এখন নিজেদের ভোট কেন্দ্রের অলিতে গলিতে। এক প্রকার নাম ঘোষণার পর নাওয়া খাওয়া ভুলে পরে রয়েছেন নিজেদের কেন্দ্রেই।
তৃণমূলের আসানসোলের তারকা প্রার্থী সায়নী ঘোষও, প্রার্থী তালিকা ঘোষণার পর নিজের কেন্দ্রকেই বানিয়ে নিয়েছেন নিজের বাড়ি ঘর। দলের তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই সায়নী নিজের বিধানসভা কেন্দ্রে একেবারে ঘাঁটি গেড়ে বসেছেন। নানা সময়ই প্রচারের মাঝে সায়নীকে দেখা গেছে অন্য মেজাজে, কখনো খেলা হবে গানে চুটিয়ে নেচেছেন। আবার কখনো ছোটদের নিয়ে তুলছেন সেলফি।
অভিনেত্রী কোনো না কোনো ভাবে প্রথম থেকেই উঠে এসেছেন চর্চায়। কিছুদিন সায়নীকে নিয়ে কড়া মন্তব্য করেন তার বিরোধী প্রার্থী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সায়নীও বেশ শক্ত টক্কর দিচ্ছেন বিরোধীদের, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সায়নী কোমর বেঁধে মাঠে নেমেছেন, নিজের সবটুকু শক্তি দিয়ে লড়ে চলেছেন, দোরে দোরে গিয়ে নিজের এলাকার মানুষের সাথে দেখা করছেন প্রার্থী। কখনো তিনি নিজের গলার মালা খুলে শিশুদের পড়াচ্ছেন, আবার কখনো গানের তালেএলাকার মা বোন দের সাথে মেতে উঠছেন। কয়েক দিনের মধ্যেই সায়নী যেন হয়ে উঠেছে ঘরের মেয়ে। আর এবার তিনি সোজা নেমে পড়লেন ফুটবল খেলতে।
এদিন সায়নী নিজের ভোটের প্রচারে নিয়ে নেমে পড়লেন ফুটবল খেলতে। নায়িকা নিজের পরনের লাল সাদায় গামছা ছাপ শাড়ির আঁচল কোমরে বেধে একেবারে ফুটবল গ্রাউন্ডে নেমে পড়লেন। সায়নীর এই ফুটবল খেলার ভিডিও ইতিমধ্যে ভাইরাল। প্রচারে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো কান্ড ঘটাচ্ছেন এই তৃণমূল প্রার্থী কখনো প্রচার করতে করতে শাড়ির ধরে হঠাৎ দৌড় লাগাচ্ছেন, আবার কোনো শাড়ি পরেই ঢুকে যাচ্ছেন কয়লা খাদানে। আর এইবার শাড়ির আঁচল কোমরে বেধে খেললেন ফুটবল যেই ঘটনা প্রতিবারের মতোই এবারও চলে এসেছে চর্চায়।