Advertisements

ক্যামেরার সামনে অনুষ্কার গাউন ধরে টান! রণবীরের এমন কীর্তি দেখে কি প্রতিক্রিয়া বিরাটের

Advertisements

বলিউডের দুই তারকা, একজন ড্যাশিং রণবীর কাপুর এবং অন্যজন গ্ল্যামারাস অনুষ্কা শর্মা এই দুজনের জুটিকে পর্দায় বেশ পছন্দ করেন দর্শকরা। করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর এবং অনুষ্কার দারুন রসায়ন ধরা পড়েছিলো পর্দায়, যা এই সিনেমাটি হিট হওয়ার অন্যতম কারণ।

রণবীর ‘সাওয়ারিয়া’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন, ছবিতে রণবীরের সাথে ছিলেন সোনম, অন্যদিকে অনুষ্কা শারুখের সাথে ‘রাব নে বানা দি জোরি’ ছবি দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন, বর্তমানে রণবীর এবং অনুষ্কা দুজনেই বলিউডের প্রথম সারির তারকা।

একসময় রণবীর এবং অনুষ্কা অভিনীত ‘বোম্বে ভেলভেট’ ছবি বক্সঅফিসে ডিসাস্টার প্রমাণিত হলেও, অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি দারুন সাফল্য পেয়েছিলো। ছবিটিতে অনুষ্কা এবং রণবীর ছাড়াও ছিলেন ঐশ্বর্য, তবে ছবিতে অনুষ্কা এবং রণবীরের শর্তহীন বন্ধুত্বের গল্প সকলের মন জয় করে নিয়েছিল।

ছবির মুক্তির আগে এবং পরে তার প্রমোশনের জন্য ছুটে বেরাতে হয় ছবির কলাকুশলীদের, অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রমোশনের জন্যও বহু ইভেন্টে যেতে হয়েছিলো রণবীর অনুষ্কাকে, আর এত দিন পর আবার নেট জগতে সেই সময়ের কিছু ক্লিপ ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে সাক্ষাত্কারে ব্যস্ত অনুষ্কার গাউন ধরে খেলতে মত্ত রণবীর, আর এই মিষ্টি ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

অনেকেই নানান মজার কমেন্ট করেছেন সেখানে, একজন তো বলেই বসলেন ‘বিরাট জানেন এই ঘটনা? রণবীর শিশু সুলভ আচরণ করেন মাঝে মধ্যেই, একবার অনুষ্কা জানিয়েছিলেন সেই কথা। সব কিছু জানার কৌতুহল তার, টিম মেম্বারদের ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজতে থাকেন তিনি, এমনকি একটি ওষুধের প্যাকেট পর্যন্ত ছাড়েন না, সেই সময় অনুষ্কার পাশে বসে থাকা ঐশ্বর্য ও সম্মতি জানিয়েছিলেন এই বিষয়ে।

Related Articles