Advertisements

শুভেন্দুকে পিসে দেব, প্রকাশ্য মঞ্চে হুঙ্কার কৌশানী মুখার্জির! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Advertisements

কে জিতবে বাংলার মসনদ। ভোট শুরু হতে না হতেই বঙ্গ রাজনীতিতে ভোটের উত্তাপ বাড়ছে চড়চড়িয়ে, লড়াই চলছে হাড্ডাহাড্ডি। প্রত্যেকেই আসন ধরে রাখার লক্ষ্যে রয়েছেন। ভোট যত এগিয়ে এসেছে ততই সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। একদিকে দলবদল এর পালা যেমন দেখা গিয়েছিল তেমন অন্যদিকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কথা যুদ্ধের উত্তাপ। শুধু সোশ্যাল মিডিয়া নয় কোমর বেঁধে ময়দানে নেমেছেন তারকা সাংসদরাও। কেউ কারোর জমি ছাড়তে নারাজ।

মিমি, নুসরত তো আগেই তৃণমূল সাংসদ হয়েছেন এই বছর যোগ দিয়েছেন কৌশানী চক্রবর্তীও। আর তৃনমূলে পা রেখেই শুরু করেছেন ভোটের প্রচার। নতুন হলো তো কি হলো ইতিমধ্যেই সভার মধ্যে বিপক্ষ দলকে ধুয়ে দিলেন। আর সেই ঘটনায় ভাইরাল।

বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেছেন শুভেন্দু কে পিসে দেওয়ার সময় এসেছে। তার মত গদ্দারকে হারানোর সময় এসেছে। মুনির টেক বাংলা নামের একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এক সভার মধ্যে কৌশানীর একটি বক্তৃতা তুলে ধরা হয়েছে, যেখানে এভাবেই বিজেপির ওপর তোপ দেগেছেন তিনি। আর তারপরেই তৃনমূ্ল সমর্থকদের করতালিতে ভরে উঠেছে মঞ্চ।

অনেকেই বলেছেন কৌশনীর নিজেকে শুভেন্দু অধিকারীর সাথে তুলনা করা উচিত নয় কারণ শুভেন্দু অধিকারী বহুদিন রাজনীতির মঞ্চে রয়েছেন কিন্তু কৌশানি একদম নবাগত। আবার অনেকেই কৌশানি কে সমর্থন করেছে। বলাই বাহুল্য তৃণমূল বিজেপির এই তরজা ভালোই জমে উঠেছে শেষ পর্যন্ত কি হয় এখন তারই অপেক্ষা।

Related Articles