বিনোদন

চুপি চুপি দ্বিতীয় বিয়ে সারলেন প্রভুদেবা, জানুন ড্যান্স গুরুর নতুন স্ত্রী কে

Advertisement
Advertisement

করোনা আবহের মাঝে সকলে বোর ফিল করলেও অনুরাগীদের যেন মাতিয়ে রেখেছে বলিউডের অভিনেতা অভিনেত্রীরাই। যতদিন এগোচ্ছে ততই একের পর এক ধামাকাদার খবর দিচ্ছে বি টাউন। চলতি বছর চুপিসারে অনেকেই সেরে ফেলেছেন বিয়ে। আর এবার সেই তালিকায় সংযোজন হলো আরও একটি নাম। সেই নামটা শুনলে আপনার চোখ কপালে উঠবে বাধ্য। মূলত ‘মুকাবলা’ এই গানটা একসময় বিশেষ করে তরুণ প্রজন্মের হার্টথ্রব হয়ে দাঁড়িয়েছিল। এআর রহমানের সুরে গানটি যেমন মানুষের মন জয় করে নিয়েছিল ঠিক তেমনই সেই গানের সঙ্গে তার নাচ ও মন জয় করেছিল সকলের। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কার কথা হচ্ছে। এখানে ডান্স মাস্টার প্রভুদেবা-র কথা হচ্ছে। আর সেই প্রভুদেবাই এবার চুপিসারে সারলেন বিয়ে।

সেলেবদের বারবার প্রেমে পরা যেন নতুন কোনও ঘটনা নয়। কিন্তু প্রভুদেবা বর্তমানে যাকে বিয়ে করেছে বলে গুঞ্জন ছড়িয়েছে তা শুনলে আপনি অবাক হবেন বলাই বাহুল্য। দীর্ঘদিন ধরে নাকি পিঠের ব্যথায় ভুগছিলেন প্রভুদেবা। আর তাই চিকিৎসকদের পরামর্শে কয়েক মাস আগে এক ফিজিয়োথেরাপিস্টের কাছে যেতে শুরু করেন তিনি। এরপরেই সেই ফিজিয়োথেরাপিস্টের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তারপর সোজা ছাদনাতলায়। কাউকে কিছু না জানিয়ে চুপিসারে সেপ্টেম্বরে বিয়ে সেরে ফেলেন তাঁরা।

কিন্তু এই বিয়েটা সম্পূর্ণই গোপনে সেরেছেন প্রভুদেবা। ইন্ডাস্ট্রির অনেকেও তা টের পাননি। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান প্রভুদেবার বাড়ি গ্রিন একর্স হয়। কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি থেকে বিশেষ কেউ আমন্ত্রিত ছিলেন না বলে খবর। নবদম্পতি বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। ১৯৯৫ সালে রামলতা নামে এক নারীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রভু দেবা। নিজেদের পছন্দেই তাদের চার হাত এক হয়েছিল। প্রভু দেবাকে বিয়ের জন্য ধর্মান্তরিত হতে হয়ে রামলতাকে। মুসলিম থেকে হিন্দু হন রামলতা। রামলতা নাম পাল্টে হয় শুধু লতা। ১৫ বছর লতার সাথে সংসার করার পর তার থেকে মন উঠে যায় প্রভু দেবার। ১৫ বছরের সংসারের মাঝেই আরেক মহিলার সাথে সম্পর্কে জড়ান প্রভু দেবা।

সেই সময় গুঞ্জন ছড়িয়েছিল দক্ষিণী অভিনেত্রী নয়নতারার প্রেমে পড়েছেন প্রভু দেবা। নয়নতারাকে বিয়ের পরিকল্পনাও করেছিলেন আর সেটা জানতে পেরে যান প্রভুদেবার স্ত্রী লতা। ১৫ বছর পর ভাঙে প্রভুদেবার ও লতার সংসার। ২০১১ সালে আইনি পথে বিচ্ছেদ নিয়ে নেন লতা। বিচ্ছেদের পর কোন আর্থিক ভাবে সাহায্য করতে না প্রভুদেবা এমনটাও অভিযোগ তুলেছিলেন তার প্রাক্তন স্ত্রী। তাদের তিনটি সন্তানও ছিল।

যদিও ২০০৮ সালে প্রভুদেবার বড় ছেলে মারা যান ক্যান্সারে আক্রান্ত হয়ে। লতার সঙ্গে বিচ্ছেদের পর নয়নতারার সঙ্গে জমিয়ে প্রেম করতে শুরু করেন প্রভুদেবা। কিন্তু প্রভুদেবা যার জন্য স্ত্রীকে ছেড়ে দিলেন সেই প্রেমও টেকেনি বেশিদিন। এই সবের মাঝেই শোনা যায় ডিভোর্সের ৯ বছর পর নাকি নিজের ভাগ্নিকে বিয়ে করতে চলেছেন প্রভুদেবা। তবে সেই গুঞ্জনে জল ঢেলেফিজিয়ো থেরাপিস্টের সঙ্গে বিয়ে সারলেন প্রভুদেবা। এটা বলতেই হয় এই নৃত্যশিল্পীর রবারের মত শরীরী বিভঙ্গ হলে বসে বসে অনেকের পা নাচিয়ে দিয়েছিল। প্রভুদেবা এই নামটা শুনলেই নেচে ওঠে মানুষের মন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles