কাছে নেই Nusrat, অতীত ভুলে নতুন প্রেমে মজলেন নিখিল জৈন!

টলিউডের নায়িকা তথা বসিরহাটের সংসদ নুসরাত জাহান ব্যবসায়ী নিখিল জৈন এর সাথে ধুমধাম করে বিয়ে করলেও স্বামীর সাথে বিয়েটা বেশিদিন টেকেনি নায়িকার, বিয়ের দেড় বছরের মধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন নুসরাত নিখিল। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত এর সাথে চলছে নুসরাতের প্রেমের গুঞ্জন। আর এবার স্বামী নিখিল ও নুসরাত কে ভুলতে সময় কাটাতে শুরু করেছেন নিজের নতুন ভালোবাসার সাথে।
আর নিখিলের সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই টের পাওয়া যাচ্ছে তার। ইতিমধ্যে নিজের সোশ্যাল সাইড দিয়ে সমস্ত নুসরাতের স্মৃতি ধুয়ে মুখে দিয়েছেন নিখিল, আর তার বদলে এখন সেখানে ছড়িয়ে আছে নিখিলের নতুন ভালোবাসার ছবি। তবে এই ভালোবাসা হচ্ছে সেলফ লাভ, স্ত্রী বিচ্ছেদে নিজেকে আরও বেশি করে সময় দিতে শুরু করেছেন নিখিল। শরীর চর্চায় মন দিয়েছেন তিনি। নিখিলের ইনস্টাগ্রাম এখন শুধুই তার জিমের ছবিতে পরিপূর্ন।
কখনো শার্টলেস হয়ে নিজের ফিজিগ দেখাচ্ছেন আবার কখনো জিম সুটে ধরা দিয়েছেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী। মূলত পুরনো স্মৃতিকে ঝেড়ে ফেলে নিজের মন শরীরকে একেবারে নতুন ভাবে গড়ে তুলতে চাইছে নিখিল। আর নিখিলের এইসব ছবি গুলিতে উপচে পড়ছে মহিলাদের লাইক কমেন্টে।
সম্প্রতি, নিখিল নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, টেবিলে আমার ক্ষমতা কতদূর তা আমি জানি, তাই একা খাওয়ার ভয় আমার নেই’। এক প্রকার পরোক্ষ ভাবে নিখিল বুঝিয়ে দিলেন তিনি একা থাকতে শিখে গেছেন। যদিও আইনি বিচ্ছেদ এখনো হয়নি নুসরত এবং নিখলের। তবে কি ভোটের জন্যই আটকে আছে আইনি বিচ্ছেদ? তা নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ নুসরত এবং নিখিল দুজনেই।