Advertisements

খোলা বাজারে সবজি কিনতে গিয়ে রাস্তায় বসলেন নুসরাত জাহান, মুহূর্তে ভাইরাল ছবি

Advertisements

তার ব্যক্তিগত জীবন নিয়ে এখন মানুষের আগ্রহ প্রচুর,বিদেশের ধুমধাম করে বিয়ে করলেও স্বামী নিখিলের সাথে বিয়েটা টেকেনি, গত বছর দুর্গা পুজোর পর থেকেই একসাথে থাকছিলেন না নুরসত এবং স্বামী নিখিল। তখন থেকেই জল্পনা ওঠে তবে সেই জল্পনার পাকাপোক্ত প্রমাণ পাওয়া যায় যখন নিজেদের সোশ্যাল সাইটে একে অপরকে আনফলো করেন নুসরাত এবং নিখিল।

ইতিমধ্যে স্বামী নিখিল নুসরাত কে পাঠিয়েছেন ডিভোর্স নোটিস। আবার অন্যদিকে বিজেপির প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত এর সাথে চলছে তার প্রেমের গুঞ্জন। আর তারপর থেকেই শিরোনামে বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। কখনো নিজের ব্যক্তিগত সম্পর্ক আবার কখনও রাজনৈতিক দিক দিয়ে শিরোনামে উঠে আসেন নুসরাত।

তবে জীবনে টানাপোড়েন চললেও সেইসব নিয়ে ভাববার এখন সময় নেই বসিরহাট সংসদের, কারণ ভোট যুদ্ধ নিয়ে এখন তিনি দারুন ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৌনিক তিনি, তাই হাতে এখন অনেক কাজ। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ভোট প্রচারে রাস্তায় নেমেছেন নুসরত। আর এবার সেই ভোট প্রচার করতে করতেই সেরে ফেললেন বাড়ির সবজি বাজার।

সম্প্রতি নুসরাতের কিছু ছবি ভাইরাল হয়েছেন এর মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে সংসদ এবং অভিনেত্রীর তকমা ছেটে, পাকা গৃহিণীর মতন দরদাম করে সবজি বাজার করছেন নুসরাত। পরনে খয়রি রঙের শাড়ি। নুসরাতের এই রুপ দেখে অনেকেই প্রশংসা করেছেন তাঁর। বর্তমানে নুসরাতের ছবিগুলি নেট জগতে ভাইরাল।

Related Articles