সামান্য ওয়েটার থেকে বলিউড সুপারস্টার, জীবনের দুঃখের স্মৃতি তুলে ধরে নস্টালজিক অক্ষয় কুমার

বলিউডের অন্যতম ফিট তারকাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার। পঞ্চাশের গন্ডি পার করেও ফিটনেস এর মামলায় বর্তমান প্রজন্মের তারকাদেরও হারিয়ে দেবেন তিনি। আর এরজন্য তো তিনি বলিউডের খিলাড়ি। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের এক অন্য ঘরানা তৈরি করেছিলেন তিনি। ছকভাঙা ছবিতে অভিনয় করে বরাবর দর্শকদের মন কেড়েছেন।
কিন্তু বলিউডের খিলাড়ি হয়ে ওঠার জার্নিটা এতটা সহজ ছিলনা, রাজিব হরি ওম ভাইয়া থেকে অক্ষয় কুমার হয়ে উঠতে ছিল অনেক পরিশ্রম। প্রত্যেক সফল ব্যক্তিত্বের পিছনে কঠিন কিছু পথ থাকে, প্রতিবন্ধকতা থাকে আর থাকে মনের জেদ। অক্ষয় কুমারের ক্ষেত্রেও তার অন্যথা হয় নি।
দিল্লির এক নিম্নবিত্ত পরিবারে জন্ম তার। সংসারের হাল ধরতে মাত্র 10 বছর বয়সে কাজে নেমে পড়তে হয় তাকে। প্রথমে তিনি স্থির করেন মার্শাল আর্ট শিখবেন। বাড়ির অবস্থা ভালো না থাকলে পরিবার তার পাশে ছিল। কোনোরকমে টাকা জোগাড় করে মার্শাল আর্ট শেখানোর ব্যবস্থা করান তার বাবা।
পাঁচ বছর শিক্ষা নিয়ে কাজের তাড়নাই নানা রাজ্যে ঘুরে বেড়াতে থাকেন। কলকাতা বাংলাদেশ কোন জায়গায় বাকি ছিল না বোধহয় কিন্তু তারপরেও ভাগ্য সহায় হয়নি। অবশেষে মুম্বাইয়ে ফিরে কুন্দন জুয়েলারি কাজ শুরু করেন। তারপর একটা সময় বাচ্চাদের মার্শাল আর্ট শেখানো শুরু করেন। এইসব করে মাসিক আই হতো মাত্র 3 থেকে 5 হাজার। কিন্তু তারপরেও এতো কষ্টেও হাল ছেড়ে দেননি।
এক ছাত্রের বাবার কথা শুনে শুরু করেন মডেলিং। সেখান থেকেই একটু একটু করে অবস্থা ফিরতে থাকে তার। মডেলিং কে প্রফেশন বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ধীরে ধীরে গল্পের মোড় ঘুরতে থাকে অভিনয়ের একটা সুযোগের জন্য হন্যে হয়ে ঘুরতে ঘুরতে পান ছবি করার সুযোগ। তারপর আর কি অসম্ভব সুন্দর অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মন জয় করে ফেলেন। একের পর এক হিট ছবি বর্তমানে একজন সফল অভিনেতা এভাবেই নানা চড়াই উতরাই এর মধ্যে দিয়ে স্বপ্ন সত্যি হয় তার হয়ে ওঠেন সুপারস্টার অক্ষয় কুমার।