Advertisements

সম্পূর্ণ খালি গলায় অসাধারন হিন্দি গান গেয়ে ‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চ কাঁপালো কলকাতার মেয়ে রনিতা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

গান আমাদের মন ভালো করার এক অব্যর্থ ওষুধ। আমাদের একাকীত্বের সবথেকে বড় সঙ্গী হলো গান, পৃথিবীতে এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না যিনি কিনা গান ভালোবাসেন না। আর সেই গান যদি হয় সুমধুর গলার তাহলে তো কোন কথাই নেই। ইন্ডিয়ান আইডল তেমনি সব সুমধুর গলার খোঁজে দেশের বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে প্রতিযোগী। এবং তারপর সেই সব প্রতিযোগীদের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই।

তবে কিছু কিছু প্রতিযোগী অডিশনের সময়ই নিজেকে প্রমাণ করে দেন। আর তেমনই এক প্রতিযোগী ইন্ডিয়ান আইডল মঞ্চে গিয়েছিলেন। কলকাতার ছোট্ট মেয়ে রনিতা। মাত্র নয় বছর বয়সেই নিজের গলার জাদুতে রনিতা মন জয় করে নিয়েছেন বিচারকসহ প্রত্যেকটি দর্শকের।

লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় গান ‘মেরা সায়া সাথ হো গা’ ইন্ডিয়ান আইডলের মঞ্চে অডিশনে গেয়ে রীতিমতন সাড়া ফেলে দিয়েছিলেন রনিতা। বিচারকরা প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছে অতটুকু মেয়েকে লতামঙ্গেসকারের গাওয়া এত কঠিন গানটি এত সহজ ভাবে গাইতে দেখে। নতুন করে রনিতার অডিশনের এই ভিডিও ক্লিপটি নেট জগতে ভাইরাল হয়েছে, নেটিজেনরা রনিতার এই প্রতিভা দেখে প্রশংসা করেছে তার।

বললে খুব একটা ভুল হবে না গানের জগতে আগাগোড়াই বাঙালিরা নিজের ছাপ ফেলে গিয়েছে, তা সে কিশোর কুমার হোক কিংবা নতুন যুগের শ্রেয়া ঘোষাল সকলেই প্রমাণ করেছেন সুরের ক্ষেত্রে বাঙ্গালীদের টেক্কা দেওয়া বেশ কঠিন। আর ছোট্ট রনিতাও সেই কথাই আরো একবার প্রমাণ করলেন।

Related Articles