পেট্রোল খরচ থেকে মুক্তি! মাত্র ৫০ হাজার টাকায় বাড়ি আনুন Raftar Galaxy ই-স্কুটার, রেঞ্জ দেবে ১০৫ কিমি

৫০,০০০ টাকা দিয়েই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন দুর্দান্ত ফিচারের একটি ইলেকট্রিক স্কুটার! যা একদিকে যেমন দুর্দান্ত পারফরম্যান্স দেবে, অন্যদিকে সেটা দেখতেও আকর্ষণীয়। আসলে বর্তমান সময়ে ইলেকট্রিক যানবাহনের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। যার নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। যেমন জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, অন্যদিকে পরিবেশ দূষণ। সবমিলিয়ে সমাধান হিসেবে ইলেকট্রিক যানবাহনকেই বেছে নিয়েছেন সাধারণ মানুষ।
ইতিমধ্যেই আমাদের সামনে একাধিক বিদ্যমান ও স্টার্টআপ সংস্থা একাধিক ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে এসেছে। আজ আমরা সেরকমই একটি স্টার্টআপ সংস্থার ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে। যেই স্কুটারটির নাম ‘Raftar Galaxy’। এতে রয়েছে নন রিমুভেবেল ৬০V-৩৬Ah ব্যাটারী। সাথে ২৫০ ওয়াটের বিএলডিসি মোটর দেওয়া হয়েছে।
স্কুটারটির ব্যাটারী সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ থেকে ৫ ঘন্টা। যা সম্পূর্ণ চার্জ হলে ১০৫ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। যেখানে সর্বোচ্চ গতিবেগ থাকে ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সুরক্ষার জন্য দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। যদি অন্যান্য ফিচার দেখি তাহলে রয়েছে অ্যান্টি থেফট অ্যালার্ম, মোবাইল কানেকশন, এক্সটার্নাল চার্জিং পোর্ট, টেলিস্কোপিক সাসপেনশন ইত্যাদি।
এতোসব ফিচার দেখে আপনি নিশ্চয়ই ভাবছেন এই স্কুটারের দাম অনেকটাই বেশি হবে। তবে আপনাকে জানিয়ে রাখা ভালো এই স্কুটারটি মাত্র ৫০,০০০ টাকাতেই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে ভীষণই কমদামে দুর্দান্ত একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে এই সংস্থা।