টেক নিউজনিউজ

Gmail: ইন্টারনেট ছাড়াই ব্যবহার করুন জিমেইল! কীভাবে জেনে নিন

নেটওয়ার্ক বা ইন্টারনেট না থাকলেও এই পদ্ধতিতে অফলাইনে মেল করা যাবে

Advertisement
Advertisement

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে জিমেইল খুবই গুরুত্বপূর্ণ। জিমেইল (Gmail) অ্যাকাউন্ট না থাকলে স্মার্টফোন চালানো বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব। এই জিমেইলের মাধ্যমে নানা ওটিপি বা মেসেজ আসে। তবে এই সমস্ত জিনিস দেখার বা ব্যবহার করার জন্য ইন্টারনেটের প্রয়োজন পড়ে। কিন্তু অনেক সময় মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে জিমেইল ব্যবহার করতে অসুবিধা হয় মানুষের। এ অবস্থায় বিনা ইন্টারনেটেই ব্যবহার করা যাবে জিমেইল অ্যাকাউন্ট।

এবার ইন্টারনেট ছাড়াই অফলাইনে জিমেইল (Gmail) মেসেজ পড়তে পারবেন কিংবা মেসেজ পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে mail.google.com ওয়েবসাইট ওপেন করতে হবে। আপনার স্মার্টফোনে যদি নেটওয়ার্ক নাও থাকে কিংবা ইন্টারনেট নাও থাকে তাহলেও আপনি অফলাইনে ইমেলের উত্তর দিতে পারবেন। কীভাবে ইন্টারনেট ছাড়া অফলাইনে জিমেইল ব্যবহার করবেন? জেনে নিন।

● ইন্টারনেট ছাড়া জিমেইল (Gmail) ব্যবহার করার জন্য আপনার স্মার্টফোনে কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে। মনে রাখবেন, ক্রোম ব্রাউজার ছাড়া অফলাইনে জিমেইল ব্যবহার করা যাবে না।

● এরপর ক্রোম থেকে জিমেইল অফলাইন সেটিংস-এ যান নতুবা https://mail.google.com/mail/u/0/#settings/offline -এ ক্লিক করে সরাসরি প্রবেশ করুন।

● এবার ‘Enable offline mail’ অপশন অন করে আপনার পছন্দের সেটিংস বেছে নিন। কত দিনের জন্য মেল সিঙ্ক করবেন সেটা নির্বাচন করুন। তারপর ‘Save changes’ অপশন ক্লিক করে সেভ করুন।

● ক্রোম ব্রাউজারে অফলাইনে মেল ব্যবহারের জন্য এটি বুকমার্ক করে রাখুন। শুধু মাত্র মেসেজ (Gmail) দেখতে চাইলে ইনবক্স বুকমার্ক করুন।

Related Articles