টেক নিউজনিউজ

Nokia G42 5G: ১৬ জিবি র‍্যাম বিশিষ্ট নোকিয়ার নতুন ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে

আমাজন সেলে কম দামে পাবেন নোকিয়া ৫জি স্মার্টফোন! কিনতে হলে জানতে হবে

Advertisement
Advertisement

এক সময় ভারতের বাজারে চুটিয়ে রাজ করেছিল নোকিয়া। তবে বেশ কয়েক বছর ভারতের বাজার থেকে পায়ে ভ্যানিশ হয়ে গেছিল এই সংস্থা। কি-প্যাড মোবাইলের যুগে ভারতের বাজারে নোকিয়া ছিল কিং। এই সংস্থা আবার ছন্দে ফিরেছে। ভারতের বাজারেও নিত্য নতুন স্মার্টফোন লঞ্চ করছে। কিছুদিন আগেই ভারতের বাজারে নোকিয়া তাদের নতুন ফাইভ জি স্মার্টফোন লঞ্চ করেছে। আজ এই স্মার্টফোনটি (Nokia G42 5G) সম্পর্কেই আপনাদের বিস্তারিত ভাবে জানাবো।

Nokia G42 5G-র ভ্যারিয়েন্ট

সদ্য লঞ্চ হওয়া নোকিয়ার নতুন স্মার্টফোনের নাম নোকিয়া জি৪২ ৫জি (Nokia G42 5G)। প্রথমে এই স্মার্টফোনটি ৬ জিবি র‍্যামের সঙ্গে বিক্রি করা হচ্ছিল। এই মডেলে ৬ জিবি র‍্যামের সঙ্গে আরও ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে। অন্যদিকে দুদিন আগে সংস্থা ৮ জিবি র‍্যামের আরো একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। এই মডেলেও মিলবে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম। অর্থাৎ মোট ১৬ জিবি র‍্যামের কাজ করবে।

Nokia G42 5G-র দাম

ভারতের বাজারে নোকিয়া জি ৪২ স্মার্টফোনটি (Nokia G42 5G) দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটি ৬ জিবি+১২৮ জিবি স্টোরেজ। বর্তমানে এই স্মার্টফোন আমাজন বিগ বিলিয়ন ডে সেলে মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। নোকিয়ার এই ফোনের আরো একটি ভ্যারিয়েন্ট হলো ৮ জিবি+২৫৬ জিবি স্টোরেজ, যা মাত্র ১৬,৯৯৯ টাকায় পাওয়া মিলবে। আগামী ১৮ই অক্টোবর থেকে এর সেল শুরু হবে। এই স্মার্টফোনের সঙ্গে মিলবে ব্লুটুথ হেডফোন।

Nokia G42 5G-র স্পেসিফিকেশন ও ফিচার

● ৬.৫৬ ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে বিশিষ্ট, যা ৯০ হার্টস রিফ্রেশরেট যুক্ত।

● এই ফোনটিতে (Nokia G42 5G) দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০+ অক্টাকোর প্রসেসর, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে।

● ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ হিসাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য ফ্রন্টে ৮ মেগাপিক্সেল ক্যামেরা লাগানো হয়েছে।

● এই ফোনে (Nokia G42 5G) ৫০০০ এমএইচ ব্যাটারি লাগানো হয়েছে, যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।

Related Articles