উৎসবের মরশুমে হুন্ডাইয়ের নতুন চমক, মধ্যবিত্তদের জন্য সস্তায় লঞ্চ হল প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি i20 Facelift

সম্প্রতি এবার ভারতীয় বাজারে লঞ্চ হলো প্রিমিয়াম হ্যাচব্যাক চারচাকা ‘Hyundai i20 Facelift’। এই গাড়িটিকে মূলত নতুন রূপে আনা হয়েছে বাজারে। যেখানে আগের মডেলের থেকে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদি আমরা গাড়ির এক্সটেরিয়র ডিজাইন দেখি তাহলে সেখানে এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল এবং ফ্রন্ট বাম্পার দেওয়া হয়েছে। এছাড়াও এলইডি টেইল লাইট, অ্যালয় হুইল, রিয়ার বাম্পারে নতুন সিলভার রঙের স্কিড প্লেট যোগ করা হয়েছে।
যদিও ইন্টেরিয়ার ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনেনি সংস্থা। ‘হুন্ডাই’এর তরফ থেকে দাবী করা হয়েছে এই গাড়িতে ৬০ টির বেশি কানেকশন ফিচার রয়েছে। কমান্ড দেখতে গেলে ৫২ টি হিন্দি+ইংরেজী , ১০ আঞ্চলিক ও ২ টি আন্তর্জাতিক ভাষার ভিআর কমান্ড দেওয়া হয়েছে। একইসাথে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জার।
যদি আমরা সুরক্ষার বিষয়টি দেখি তাহলে এতে রয়েছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ৬টি এয়ার ব্যাগ, সিট বেল্ট রিমাইন্ডার, রিয়ার পার্কিং ক্যামেরা, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম ইত্যাদি। এই গাড়িটির মূলত একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার বেস মডেলের এক্স-শোরুম মূল্য ৬.৯৯ লাখ টাকা এবং টপ মডেলের মূল্য ১১.১ লাখ টাকা।
রঙের অপশনে আছে লাল, সাদা, ধূসর, কালো, রূপোলি ইত্যাদি। উল্লেখযোগ্য, সময়ের সাথে সাথে বিভিন্ন অটোমোবাইল সংস্থাগুলি বিভিন্ন গাড়ি নিয়ে আসছে গ্রাহকদের জন্য। মূলত গ্রাহকদের চাহিদা ও পছন্দের দিকটি মাথায় রেখেই গাড়িগুলি আনছে তারা। চলতি বছরেও বেশ কিছু গাড়ি আসতে চলেছে বাজারে।