ওলাকে টেক্কা দিতে দেশের বাজারে আসছে হোন্ডার এই নতুন ই-স্কুটার, রেঞ্জ-ফিচারসে কি কি চমক থাকবে?

বর্তমান বাজারে পেট্রোল চালিত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। আর তাই একের পর সংস্থা তাদের কারখানায় তৈরি করছে বৈদ্যুতিক গাড়ি। আর এই তালিকায় নাম রয়েছে একাধিক নতুন সহ পুরোনো কোম্পানির৷ একের পর এক সংস্থা তাদের নতুন মডেল বাজারে এনে রীতিমতো চমকে দিচ্ছে সকলকে।
তাই আজকের প্রতিবেদনে রইল এমন একটি সংস্থার গাড়ির বিস্তারিত বিবরণ। তবে গাড়ির সংস্থাটি নতুন। এটি বিদেশের মাটিতে জনপ্রিয় হওয়ার পর দেশের বাজারে আসতে চলেছে। আর সেই সংস্থা হল হোন্ডা কোম্পানির EM1e। এটি একটি নতুন স্কুটার যা বাজারে আসতে চলেছে। এটি ইউরোপের বাজারে তৈরি করা প্রথম স্কুটার।
ডিজাইনের দিক থেকে এটি বেশ কম্প্যাক্ট। এতে রয়েছে হাব-মাউন্টেড মোটর যার মাধ্যমে ১.৭ কিলোওয়াট শক্তি ও ৯০ এনএম টর্ক উৎপন্ন হয়। সম্পূর্ণ চার্জে স্কুটারটি ৪১.১ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। স্কুটারটিতে রয়েছে আরও একাধিক ফিচার্স। তার মধ্যে এতে এটিতে রয়েছে ২৯.৪ Ah লিথিয়াম আয়ন ব্যাটারি। ব্যাটারিটি মাত্র ৬ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।
গাড়ির সুবিধার জন্য এতে রয়েছে সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক। স্কুটারটির মোট ওজন ৯৩ কেজি। গাড়িটির দৈর্ঘ্য ১৭৯৫ মিমি, প্রস্থ ৬৮০ মিমি, উচ্চতা ১০৮০ মিমি। এছাড়া এটির হুইলবেস ১৩০০ মিমি। গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫ মিমি এবং সিটের উচ্চতা ৭৪০ মিমি। ভারতের বাজারে এটি কত টাকায় বিক্রি হবে তা এখনও জানা যায়নি৷