Advertisements

নেটওয়ার্ক ছাড়াই হবে কল থেকে মেসেজ, অভিনব প্রযুক্তির সঙ্গে সস্তায় লঞ্চ হতে চলেছে Infinix Zero 30 5G স্মার্টফোন

Advertisements

এবার নেটওয়ার্ক ছাড়াই ফোন কল এবং মেসেজ পাঠাতে পারবেন আপনি! এমনই একটি বিশেষ প্রযুক্তি নিয়ে এসেছে এক সংস্থা। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন নেটওয়ার্ক ছাড়া কীভাবে কলিং বা মেসেজিং সম্ভব? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক। আসলে সম্প্রতি ভেনিসে আয়োজিত হয়েছিল ‘ইনফিনিক্স’ সংস্থার ‘স্টোরি অন’ ইভেন্ট। যেখানে তারা সামনে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘Infinix Zero 30 5G’এই ফোনে তারা বিশেষ একটি প্রযুক্তি ব্যবহার করে ডেমো দেখিয়েছে।

আসলে ‘এক্সপ্লোরার স্যাটেলাইট কমিউনিকেশন টেকনোলজি’যুক্ত একটি ডেমো ফোন প্রকাশ্যে এনেছে সংস্থা। যার বিশেষত্ব হলো কোনো নেটওয়ার্ক ছাড়াই আপনি ফোন কল বা এসএমএস পাঠাতে পারবেন। ফলে যে সব প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয় সেখানেও আপনি এই ফোন ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে এই প্রযুক্তিকে উন্নত করা হয়েছে ‘ইন্টারনেট-অফ-থিংস লো-আর্থ অরবিট স্যাটেলাইট’ নেটওয়ার্ক ব্যবহার করে।

তাদের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই বিশ্বব্যাপী এই প্রযুক্তির স্মার্টফোন লঞ্চ করবে তারা। আসুন তাহলে এই ফোনের স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির টাচস্ক্রীন ডিসপ্লে। যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সুরক্ষার জন্য এতে রয়েছে স্পোর্টস গরিলা গ্লাস।

ফোনটা চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। এছাড়া প্রসেসর হিসেবে রয়েছে অক্টাকোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর। এতে পাবেন ৪ জিবি র‍্যাম এবং ১২ জিবি স্টোরেজ। এছাড়া পাওয়ার ব্যাকআপ সামলাতে ৫০০০ mAh এর ব্যাটারী দেওয়া হয়েছে, যেটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম: ভারতের বাজারে এটির দাম শুরু হচ্ছে ২৩,৯৯৯ টাকা থেকে। যেটি ফ্লিপকার্টে উপলব্ধ রয়েছে।

Related Articles