টেক নিউজনিউজ

Oneplus Pad Go Quick: সস্তায় কিনুন নতুন ওয়ানপ্লাস ট্যাবলেট, কী কী ফিচার্স পাওয়া যাবে? জেনে নিন

ওয়ানপ্লাস খুব সস্তায় শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্স যুক্ত ট্যাবলেট বাজারে এনেছে

Advertisement
Advertisement

ভারতের ট্যাবলেটের মার্কেট বাড়ছে। প্রতি মাসেই কোনো না কোনো নতুন ট্যাবলেট বাজারে আনছে বিভিন্ন কোম্পানি। সে পথে হেটেই অক্টোবরের শুরুর দিকে বাজারে নতুন মডেলের ট্যাবলেট এনেছে ওয়ানপ্লাস (Oneplus Pad Go Quick)। শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে এই ট্যাবলেটটি খুবই সস্তায় কিনতে পারবে গ্রাহকেরা। কম দামে কেমন হতে পারে এটি? কী কী ফিচার্স ও স্পেসিফিকেশন পাওয়া যাবে? চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত ভাবে জেনে নিন।

ওয়ানপ্লাস প্যাড গো (Oneplus Pad Go Quick) নামক একটি সস্তা মূল্যের ট্যাবলেট বাজারে লঞ্চ করেছে ওয়ানপ্লাস। এই ট্যাবলেটটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সঙ্গে তিনটি মডেলে লঞ্চ করা হয়েছে। ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের WiFi মডেলের দাম পড়বে মাত্র ১৯,৯৯৯ টাকা। অন্য দিকে এই স্টোরেজের LTE মডেলের দাম পড়বে ২১,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টও রয়েছে, যার দাম ২৩,৯৯৯ টাকা। গত ২০শে অক্টোবর থেকে এই বিক্রি শুরু হয়েছে।

ওয়ানপ্লাস প্যাড গো ফিচার ও স্পেসিফিকেশন

● ওয়ান প্লাস প্যাড গো (Oneplus Pad Go Quick)-এ ৭:৫ রেশিও-তে ১১.৩৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে মিলবে। যার রিফ্রেশ রেট ৯০Hz। বর্তামনে মার্কেটে যে সব ট্যাবলেট পাওয়া যাচ্ছে, তার থেকে এই ট্যাবলেটের ডিসপ্লে অনেক বড় ও স্বচ্ছ। এছাড়া পাওয়া যাবে ৪০০ নিট অ্যাডাপ্টিভ ব্রাইটনেস। এই ফিচার্সের কারণে ডিসপ্লে অটোমেটিক্যালি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবে।

● এই ট্যাবলেটে (Oneplus Pad Go Quick) ৮,০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে। যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে ৪০ ঘন্টা ধরে গান শুনতে পারবেন। আর এমনিতে ৫১৪ ঘন্টা চার্জ থাকবে।

● এই ট্যাবলেটটি মিডিয়াটেক হেলিও জি৯৯ দ্বারা চালিত হবে। স্টোরেজের কথা বললে এখানে মাইক্রোএসডি কার্ড লাগিয়ে আলাদা ভাবে ১ টিবি স্টোরেজ বাড়াতে পারবেন।

Related Articles