টেক নিউজনিউজ

WhatsApp Recent Updates: পুজোর পরই এই সমস্ত ফোন থেকে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

২৪ অক্টোবর থেকে কোন ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ? দেখে নিন তালিকা

Advertisement
Advertisement

বর্তমানে ভারতের যে সমস্ত মেসেজিং অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ (WhatsApp Recent Updates)। এই অ্যাপের পরিধি এখন অনেক বড়। আগে যেখানে এটি শুধু চ‍্যাট করার জন্য ব্যবহার হতো, এখন সেখানে অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। হোয়াটসঅ্যাপ নিয়মিত ভাবে নিজেদের আপডেট করে চলেছে। এর মধ্যে দিয়ে আরো অত্যাধুনিক সুবিধা লাভ করে ইউজাররা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, পুজোর পরই বেশ কয়েকটি ফোন থেকে আর চালানো যাবে না হোয়াটসঅ্যাপ। এই তালিকায় কি আপনার স্মার্টফোনটিও রয়েছে? জেনে নিন।

জানা যাচ্ছে, আগামী ২৪সে অক্টোবরের পর থেকে বেশ কয়েকটি পুরনো অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ (WhatsApp Recent Updates) কাজ বন্ধ করে দেবেন। বর্তমানে ৪.১ ভার্সান থেকে শুরু করে আপগ্রেড ভার্সানে কাজ করে এই অ্যাপ। তবে আগামী ২৪ অক্টোবর থেকে শুধুমাত্র ৫.০ বা এর উপরের ভার্সনে কাজ করবে এটি। আইফোনের ক্ষেত্রে iOS 12 বা তার বেশি ভার্সন থাকতে হবে। এক্ষেত্রে আপনার ফোনের ভার্সন জানার জন্য ডিভাইস সেটিংস-এ গিয়ে About Phone থেকে এ বিষয়ে জানতে পারবেন। তবে যদি ফোন আপডেট করা যায় সেক্ষেত্রে এই অ্যাপ ব্যবহারের একটি সুযোগ থাকবে।

তবে ২৪সে অক্টোবর থেকে যে একেবারে হোয়াটসঅ্যাপ (WhatsApp Recent Updates) বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয়। তবে এদিন থেকে পুরানো ভার্সনের ফোনগুলিতে সিকিউরিটি আপডেট দেবেনা হোয়াটসঅ্যাপ। ফলে হোয়াটসঅ্যাপ আর নিরাপদ থাকবে না এই সমস্ত ফোনে। যদিও এই ফোনগুলি অনেকটাই পুরানো এবং এখন খুব কম মানুষ এই ফোন ব্যবহার করেন। তাই পুরানো ফোন থাকলে তা আপডেট (WhatsApp Recent Updates) করিয়ে নিন।

এক নজরে দেখে নিন ৪.১ বা পুরনো ভার্সান ফোনের কিছু তালিকা-

● Sony Xperia Z,
● Sony Xperia S2,
● Sony Ericsson Xperia Arc3,
● Motorola Droid Razr,
● Motorola Xoom,
● Samsung Galaxy Nexus,
● Samsung Galaxy S2,
● Samsung Galaxy S,
● Samsung Galaxy Tab 10.1,
●Samsung Galaxy Note 2,
● Asus Eee Pad Transformer,
● Acer Iconia Tab A5003,
● LG Optimus G Pro,
● LG Optimus 2X,

Related Articles