কলকাতাদেশনিউজ

আগামীকাল রাজ্যে সম্পূর্ণ লকডাউন, বাতিল একাধিক ট্রেন! দেখে নিন তালিকা

রেল সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল কোনও ট্রেন ছাড়বে না আর কোনো ট্রেন এখানে এসে পৌঁছাবে না। 

Advertisement
Advertisement

আগামীকাল অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গে সাপ্তাহিক লকডাউন। যার জন্য আগামীকাল বিমানের পাশাপাশি বন্ধ থাকবে সমস্ত স্পেশ্যাল ট্রেন পরিষেবা। আগামীকাল হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও শিলিগুড়ি, খড়্গপুর  স্টেশনে কোনো ট্রেন থাকছে না। রাজ্যে সপ্তাহ লকডাউনের দিনগুলিতে ট্রেন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। রেল সূত্রের খবর অনুযায়ী, আগামীকাল কোনও ট্রেন ছাড়বে না আর কোনো ট্রেন এখানে এসে পৌঁছাবে না।

আগামীকাল লকডাউনের ফলে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। তাই যাত্রীদেরকে আগে থেকেই সব জানিয়ে দেওয়া হয়েছে। এর পরেও যদি কোনো যাত্রী এসে স্টেশনে পৌঁছায় তাহলে সেই দায় রেল নেবে না বলে জানিয়ে দিয়েছে। লকডাউন মিটে যাওয়ার পরে হাওড়া-মুম্বাই সি এস এম টি স্পেশাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেন ও বন্ধ থাকবে। গত শনিবার ও রাজ্যে লকডাউনের জেরে হাওড়া, শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল।

কোন কোন ট্রেন বাতিল হয়েছে, রইল তালিকা-

১) আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস,

২) হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস,

৩) শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন,

৪) শিয়ালদহ-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেস,

৫)  ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস ,

৬) হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন,

৭) যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ,

৮) হাওড়া থেকে যশোবন্তপুর স্পেশাল ট্রেন ,

৯) শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস।

এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সেগুলি হল

  • সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল। এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে।
  • ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনও স্টপেজ এই রাজ্যে থাকছে না।

Related Articles