টেক নিউজনিউজ

Automatic Cars: অটোমেটিক গাড়ি কিনতে চান? রইলো এই ৬টি মডেল, দাম ৮ লক্ষেরও কম

পাওয়া যাবে দুর্দান্ত ফিচার্স, দামেও কম, ভারতে খুবই জনপ্রিয় এই ৬টি গাড়ি

Advertisement
Advertisement

পুজোয় নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাও কম বাজেটের মধ্যে ভালো গাড়ি? চলুন আজ আপনাদের এমনই কিছু দুর্দান্ত গাড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিই। যে গাড়িগুলো ভারতের বাজরে বেশ জনপ্রিয় এবং এর ফিচারও বেশ ভালো। আর দাম সাধ্যের মধ্যে। আজ এমনই ৮টি অটোমেটিক গাড়ির (Automatic Cars) কথা আপনাদের জানাতে যাচ্ছি, যার দাম ভারতের বাজারে ৮ লক্ষ টাকার মধ্যে। এক নজরে দেখে নেওয়া যাক এই গাড়িগুলির নাম ও দাম-

১) Tata Punch AMT: ভারতের বাজরে সবচেয়ে বেশি বিক্রি হয় টাটা মোটর্সের টাটা পাঞ্চ। ভারতের সবচেয়ে জনপ্রিয় গাড়ি এটি। টাটার SUV গুলির মধ্যে এই গাড়িটির অটোমেটিক ভ্যারিয়েন্টগুলির (Automatic Cars) দাম শুরু হচ্ছে ৭.৫০ লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ১০.১০ লক্ষ টাকা।

২) TataTiago AMT: টাটা টিয়াগো এএমটি ভারতের বাজরে খুবই কম দামে পাওয়া যায়। এটিও ভারতের বাজরে খুব জনপ্রিয় একটি গাড়ি। টাটা মোটর্সের এই SUV-র (Automatic Cars) এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৬.৯৫ লক্ষ টাকা এবং এর সর্বোচ্চ মূল্য ৭.৮০ লক্ষ টাকা।

৩) Maruti Suzuki Alto K10 AMT: মারুতি সুজুকির গাড়িগুলো ভারতের বাজারে খুবই সস্তায় পাওয়া যায়। ৯৯৮সিসি ইঞ্জিন বিশিষ্ট মারুতি সুজুকি আল্ট্রো কে১০ ভারতের বাজারে ৫.৬১ লক্ষ টাকা থেকে শুরু করে ৫.৯০ লক্ষ টাকায় পাওয়া যাবে।

৪) Maruti Suzuki WagonR AMT: ভারতের বাজরে আরো এক জনপ্রিয় গাড়ি ওয়াগনআর (Automatic Cars)। এই গাড়িটি ৬.৫৪ লক্ষ টাকা থেকে ৭.৪২ লক্ষ টাকায় পাওয়া যাবে।

৫) Maruti Suzuki S-Presso AMT: পুজোয় গাড়ি কিনতে চাইলে নিতে পারেন মারুতি সুজুকি এস-প্রেসও। এই গাড়িটির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৫.৭৬ টাকা থেকে এবং এর সর্বোচ্চ মূল্য ৬.০৫ লক্ষ টাকা।

৬) Maruti Suzuki Swift AMT: দুর্দান্ত ফিচারের সঙ্গে মারুতির (Automatic Cars) এই গাড়িটির দাম শুরু হচ্ছে ৭.৫০ লক্ষ থেকে ৯.০৩ লক্ষ টাকায়। এটি ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়।

Related Articles