টেক নিউজনিউজ

সুখবর, বিনামূল্যে কলের সুবিধা দিচ্ছে Airtel ও Jio

Advertisement
Advertisement

বর্তমান সময়ে নেটওয়ার্কের সমস্যা বিভিন্ন জায়গায়। এইজন্য কল করার সময় বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলে অনেক সময় কল ড্রপ হয়ে যায় এবং ইন্টারনেট কানেকশন চলে যায়। এই সমস্যার কথা মাথায় রেখে দুটি টেলিকম কোম্পানি যথা Reliance jio এবং Airtel গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে VoWi-Fi পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে এবার থেকে ওয়াইফাই দ্বারা ভয়েস কল করার সুবিধা পাবেন গ্রাহকরা। যেখানে সেলুলার নেটওয়ার্ক এর সুবিধা নেই সেই জায়গাতেই পরিষেবা কাজ করবে। তবে সব ফোনের জন্য নয়, বিশেষ কিছু ফোনের ক্ষেত্রে এই পরিষেবাটি দেওয়া হবে। জেনে নিন VoWi-Fi পরিষেবা কি? এবং এটি কিভাবে কাজ করবে?

VoWi-Fi একটি স্টেবল ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে। এটি হাই ডেফিনেশন ভয়েস কলিং এবং উচ্চ-গতির ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করে। তাই এখানে কল ড্রপের সমস্যা অত্যন্ত বিরল।

দেখে নিন কোন কোন ফোন গুলোতে পাওয়া যাবে VoWiFi বা ওয়াই-ফাই কলিং এর সুবিধা :-

Apple এর ক্ষেত্রে iPhone SE, iPhone 6, iPhone 6s, iPhone 6s Plus, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone XR, iPhone XS, iPhone XS Max, iPhone X, iPhone 8, iPhone 8 Plus, iPhone 7 ও iPhone 7 Plus ফোনে এই VoWiFi বা ওয়াই-ফাই কলিং এর সুবিধা পাওয়া যাবে।

Samsung galaxy সিরিজে আপাতত Galaxy On6, Galaxy M30s, Galaxy A50s, Galaxy A30s, Galaxy M20, Galaxy J6 Galaxy, M40 Galaxy, Galaxy Note 9, Galaxy S9 সিরিজ, Note 10 series, Galaxy S10 Lite, Galaxy Note 10 Lite এবং Galaxy S10 সিরিজে এই পরিষেবা উপলব্ধ।

রিয়েলমি-এর ক্ষেত্রে Realme C2, Realme X2 Pro, Realme XT, Realme X, Realme 5s, Realme 5, Realme 5s, Realme 5i এবং Realme U1 ফোনে এই VoWiFi এর সুবিধা পাওয়া যাবে।

শাওমি তে এই মুহূর্তে Poco F1, Redmi 7A, Remdi Note 7 Pro, Redmi 7, Redmi Y3, Redmi K20/Mi 9T, Redmi K20 Pro/Mi 9T Pro, Redmi Note 8, Note 8 Pro, Redmi Note 7, Note 9 Pro, Note 9 Pro Max, Redmi 8, 8A, Redmi 8 Dual ফোনে VoWiFi বা ওয়াই-ফাই কলিং পরিষেবা উপলব্ধ।

Vivo এর ক্ষেত্রে Vivo V17, Vivo V15, Vivo S1 Pro এবং Vivo U20 ফোনে ওয়াই-ফাই কলিং এর সুবিধা আছে।

নোকিয়া ফোন এর কিছু কিছু version ও এই পরিষেবার আওতায় রয়েছে। Nokia 9 PureView, Nokia 8 Sirocco, Nokia 6.1, Nokia 6.1 Plus, Nokia 7 Plus, Nokia 7.1, Nokia 8.1 VoWI-FI উপলব্ধ।

এছাড়া অন্যান্য ফল যেমন- iQOO 3 (5G), iQOO 3 (4G), Oppo F15, Honor 8X, Honor 20i, Honor 10 Lite, Huawei Y9 Prime, LG G8X, LG G8S, LG V40, LG G7 এবং LG Q60 তে VOWI-FI এর পরিষেবা পাওয়া যাবে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles