Advertisements

নতুন বছর শুরুর আগেই বিশাল সুখবর পেলেন বিরাট কোহলি

Advertisements

বিতর্ক পিছু ছাড়ে না বিরাট কোহলির। পিতৃত্বকালীন ছুটি নিয়ে হয়ে গেছে এক প্রস্থ মতানৈক্য। বছর শেষে অশান্তির মাঝেই সুখবর বিরাটের জন্য। ঘোষিত হল টি২০, ওডিআই ও টেস্ট, তিন ফরম্যাটেই ২০২০ আইসিসি অ্যাওয়ার্ডস। খুশির খবর এই যে তিন ফরম্যাটেই সেরা অধিনায়কত্বের ব্যাটন নিজেদের দখলে রাখতে পেরেছে ভারতীয় ক্রিকেট দল।

২০১১-২০২০, এই দশকের একদিনের দলগুলির অধিনায়কগণের মধ্যে সেরার শিরোপা পেয়েছেন ক্যাপ্টেন কুল। টেস্ট ফরম্যাটে সেরা অধিনায়ক হিসেবে শিরোপা পেয়েছেন বিরাট কোহলি। বর্তমান ভারত অধিনায়ক ছাড়া দশক সেরা টেস্ট দলে ভারতীয় দলের মাত্র একজন জায়গা করে নিতে পেরেছেন। তিনি আর কেউ নন, স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

আলিস্টার কুক ও ডেভিড ওয়ার্নার আইসিসির দশক সেরা টেস্ট দলে ওপেনার হিসেবে সেরার শিরোপা পেয়েছেন। মিডল অর্ডারে প্রভাব রাখতে পেরেছেন স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও বিরাট কোহলি। কুমারা সঙ্গাকারা জায়গা করে নিয়েছেন সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। বোলিং ডিপার্টমেন্টে প্রভাব রেখেছেন ডেল স্টেইন, রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন। সেরা অলরাউন্ডারের শিরোপা বেন স্টোকসের নামে।

আইসিসির দশ সেরার তালিকায় জায়গা করে নিতে পারেননি জো রুট। ফলে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে একগাদা বিতর্কের মাঝে স্বস্তির খবর অক্সিজেন জুগিয়েছে অস্ট্রেলিয়া সফর থেকে সদ্য দেশে ফিরে আসা বিরাট কোহলিকে।

Related Articles