অফবিটনিউজ

Twin Planet of Earth: বলুন তো পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? ৯৯.৯% মানুষ এর উত্তর দিতে পারেনি

চাকরির ইন্টারভিউয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়, তাই প্রস্তুতি তেমনই হওয়া উচিৎ

Advertisement
Advertisement

প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ধরনের চাকরির ইন্টারভিউয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। যার মধ্যে অনেক প্রশ্ন এমন থাকে, যেগুলি অনেকেই আগে শোনেননি। যেমন ধরুন পৃথিবীর যমজ গ্রহ (Twin Planet of Earth) কোনটি? বলতে পারবেন? অনেকেই এর উত্তর জানেন না। এই ধরণের প্রশ্ন জেনারেল নলেজের প্রশ্ন। জেনারেল নজেলের সঠিক জ্ঞান না থাকলে, চাকরির পরীক্ষায় পাশ করা খুব কঠিন। তাই চাকরির প্রস্তুতি নিলে নিয়মিত জেনারেল নলেজের প্রস্তুতি নিন। আজ আপনাদের সঙ্গে এমনই কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।

প্রশ্ন ১: মানুষ সারা জীবনের কত বছর শুধু ঘুমিয়ে কাটান?
উত্তর- মানুষের গড় আয়ু যদি ৭৫ বছর ধরা হয়, তাহলে দৈনিক ৮ ঘন্টা ঘুমের হিসাবে একজন ব্যক্তি জীবনের ২৫ বছর শুধু ঘুমিয়ে কাটান।

প্রশ্ন ২: বলুন তো বিখ্যাত ‘চিনের প্রাচীর’ তৈরি করতে কত বছর লেগেছিল?
উত্তর- বিখ্যাত চীনের প্রাচীর পুরোপুরি তৈরি করতে পুরো ২ হাজার বছর সময় লেগেছিল।

প্রশ্ন ৩: কোন দেশের জাতীয় ফল কাঁঠাল?
উত্তর- ভারতের পার্শবর্তী দেশ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল।

প্রশ্ন ৪: কোন দেশে লাল আঙুর অধিক পরিমাণে পাওয়া যায়?
উত্তর- জাপান দেশটিতে লাল আঙুর পাওয়া যায়।

প্রশ্ন ৫: ভারতের তৈরি প্রথম স্যাটেলাইটের নাম কী?
উত্তর- ভারতের তৈরি প্রথম উপগ্রহ বা স্যাটেলাইটের নাম আর্যভট্ট।

প্রশ্ন ৬: ডেঙ্গি নিরাময় করতে কোন প্রাণীর দুধ উপকারী?
উত্তর- ছাগলের দুধ ডেঙ্গি নিরাময় করেতে ভীষণ উপকারী।

প্রশ্ন ৭: কোন দেশের জাতীয় প্রতীক দেবদারু গাছ?
উত্তর– ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের জাতীয় গাছ দেবদারু।

প্রশ্ন ৮: কোন দেশের পাখির জাতীয় প্রতীক কাক?
উত্তর- ভারতের পার্শ্ববর্তী দেশ ভুটানের জাতীয় পাখি কাক।

প্রশ্ন ৯: কোন দেশে প্রথম কাবাডি খেলার সূত্রপাত হয়?
উত্তর- আমাদের প্রিয় দেশ ভারতে প্রথম কাবাডি খেলার প্রবর্তন হয়েছিল।

প্রশ্ন ১০: কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ (Twin Planet of Earth) বলা হয়?
উত্তর- শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ (Twin Planet of Earth) বলা হয়।

Related Articles