অফবিটনিউজভাইরাল ভিডিও

অ্যাম্বুল্যান্স-এ মরনাপন্ন রোগীকে বাঁচাতে দু’কিমি ছুটলেন ট্রাফিক কনস্টেবল, ভাইরাল ভিডিও

হায়দ্রাবাদের ট্রাফিক কনস্টেবলের এই কাজের জন্য সারাদেশ জুড়ে প্রশংসা পাচ্ছে।

Advertisement
Advertisement

দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশের বিশেষ ভূমিকা রয়েছে। তবে অনেক ক্ষেত্রেই পুলিশের বিভিন্ন কাজ নিয়ে সমালোচনা হয়। কিন্তু শুধু সমালোচনাই নয়, পুলিশ এমন অনেক ভালো কাজ করেন, যা সত্যি প্রশংসা পাবার যোগ্য। সেরকম একজন পুলিশ কনস্টেবল জি বাবজি। যে হায়দ্রাবাদের ট্রাফিক কনস্টেবল। তাঁর কাজের জন্য সবাই তাঁকে কুর্নিশ জানাচ্ছে।

এবার পুরো ঘটনাটা খোলসা করেই বলা যাক। অ্যাম্বুল্যান্সে রয়েছেন মরণাপন্ন রোগী। আর রাস্তায় প্রবল যানজট। আর সেই রাস্তার মধ্যে দিয়ে অ্যাম্বুল্যান্সকে জায়গা করে দিতে ওই ট্রাফিক পুলিশ ছুটলেন দুই কিমি। এটি হায়দরাবাদের কোটি এলাকার ব্যাঙ্ক স্ট্রিট-এর ঘটনা। আর এই রোগীকে বাঁচানোর জন্য তিনি অ্যাম্বুল্যান্সের সামনে ছুটে বাইক, গাড়ির চালকদের জায়গা করে দেওয়ার জন্য আর্জি জানালেন।

আর এই কারণে দ্রুত যানজট সরতে শুরু করল। আর রোগীকেও সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হল। আর ওই ট্রাফিক কনস্টেবলের এই কাজের ভিডিও ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সারা দেশবাসী তাঁকে এই কাজের জন্য কুর্নিশ জানিয়েছে। এমনকি তাঁর এই কাজের প্রশংসা করেছে হায়দ্রাবাদ পুলিশ। সেখানের টুইটারেও এই ভিডিও প্রকাশ করা হয়েছে। এছাড়া হায়দরবাদের পুলিস কমিশনার পর্যন্ত বাবজির প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হয়েছে।

দেখুন সেই ভিডিও-

Related Articles