‘টুম্পা সোনা’য় এতো মজা! প্রকাশ্য রাস্তায় তুমুল নাচ পুলিশকর্মীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

যিনি সমাজের রক্ষক সমাজের শান্তি বজায় রাখা যার কাজ সেই পুলিশই যদি কোনো অসঙ্গতিপূর্ন আচরন করে? তখন সমাজের শান্তি রক্ষক দের অশান্তিপূর্ণ আচরণে ধেয়ে আসে তীব্র নিন্দার ঝড়। আর এবার সেই ঘটনায় ঘটলো যা রাজনীতির বিতর্ককেও উস্কে দিল। টুম্পা সোনা গানকে কেন্দ্র করে অনেক মজার মজার ভিডিও ভাইরাল হয়েছে। টুম্পা ফিভার যে এখনো সমান ভাবে চলছে তা তো বলায় যায়। কিন্তু এবার যা ঘটলো তাতে কুৎসা রটলো পুরো সোশ্যালমিডিয়া জুড়ে।
মুখ গামছায় ঢাকা, মিছিলে হাঁটছেন সবার আগে আর তারসাথেই টুম্পার তালে নাচছেন এক উর্দিধারী। মদ্যপ অবস্থাতেই ডিউটি করছেন এই পুলিশকর্মী আর সেই ভিডিওয় ভাইরাল হয়েছে এবার। মুর্শিদাবাদ জেলার রানীনগর এর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই পুলিশকর্মী আসলে এলাকার কংগ্রেস প্রার্থী তথা বিদায় বিধায়ক ফিরোজা বেগমের নিরাপত্তারক্ষী। একটি মিছিলে তাকে এমন কাণ্ড করতে দেখা যায়। এমনকি শূন্যে গুলি চালানোর মতো অভিযোগও তার ওপর উঠেছে।
এই ঘটনার একদিন পরেই ফিরোজা বেগমের ওপর হামলার ঘটনায় ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। জানা গিয়েছে মঙ্গলবার সোনাপাড়া এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে শূন্যে গুলি চালিয়ে ছিলেন তিনি। মদ্যপ অবস্থায় গুলি চালানোর অভিযোগে ও প্রকাশ্যে মিছিলে মদ্যপ অবস্থায় এই রকম আচরণ এর জেরে তাকে সাসপেন্ডও করা হয়।
প্রসঙ্গত এই ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। প্রার্থীর উপস্থিতিতে কিভাবে পুলিশকর্মী গুলি ছুড়লেন সেই নিয়েই বাক্যবানে বিদ্ধ করা হয়েছে কংগ্রেসকে। তবে অধীর চৌধুরীর মতে গুলি চালাতে হয়েছে মানে সেখানে কোন হামলা হয়েছিল। আর কেন গুলি চালানো হয় এই উত্তর দেবেন ওই পুলিশকর্মী।