অফবিটনিউজ

Digha Jagannath Temple: আর যেতে হবেনা পুরী, জগন্নাথ মন্দির এখন বাংলাতেই

পুরীর আদলে বাংলাতে নির্মাণ হচ্ছে জগন্নাথ মন্দির, খুব শীঘ্রই খুলে যাবে দ্বার

Advertisement
Advertisement

ভ্রমণপিপাসু বাঙালির কাছে ভ্রমণের অন্যতম জায়গা হল দীপুদা। অর্থাৎ দীঘা পুরি দার্জিলিং। কাজের ফাঁকে সময় পেলেই মানুষ এই সমস্ত জায়গায় ভ্রমণে বেরিয়ে পড়ে। বিশেষ করে পুরীতে সারা বছরে পর্যটকদের ভিড় লেগে থাকে। দেশ-বিদেশ থেকেও এখানে পর্যটকেরা ভিড় জমায়। পুরিতে সারাবছর ভিড় হওয়ার কারণ এখানে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের টানেই অসংখ্য বাঙালি ছুটে যায় পুরিতে। তবে এবার জগন্নাথ দেবের মন্দির দর্শনে যেতে হবে না পুরিতে। বাংলাতেই তৈরি করা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির (Digha Jagannath Temple)।

জানিয়ে রাখি, বাংলার অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র দীঘা। পুরীর মতো এখানেও সারাবছর পর্যটকদের ভিড় জমে থাকে। দেশ বিদেশে থেকে তো মানুষ দিঘার সমুদ্র তটে ঘুরতে আসেনই তার পাশাপাশি বাঙ্গালিরা যেন মুখিয়ে থাকে দীঘা ঘুরতে যাওয়ার জন্য। অফিসে পর পর ছুতি পেলেই, আর একদিন মেডিকেল লিভ নিয়ে দীঘা ঘোরার মানুষের অভাব নেই। সেই কারণে দীঘাকে পর্যটকদের কাছে এরও বেশি করে আকর্ষণীয় করে গড়ে তোলার চেষ্টা হচ্ছে। তার ফল স্বরূপ এবার এখানেই তৈরি করা হবে জগন্নাথ দেবের মন্দির (Digha Jagannath Temple)।

রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘকে ঢেলে সাজাতে বেশ উদ্যোগী হয়েছেন। এ জন্য এবার মুখমন্ত্রীর উদ্যোগেই দীঘায় তৈরি করা হচ্ছে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। জানা যাচ্ছে, এই মন্দিরের কাজ প্রায় ৬০ শতাংশ শেষ হয়ে গিয়েছে। পুরির জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি করা হবে এই মন্দির। মন্দির নির্মাণের জন্য রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে বেলে পাথর আনা হয়েছে। প্রায় ২০ একর জায়গা জুড়ে এই মন্দির নির্মাণ করা হচ্ছে।

দীঘকে নতুন ভাবে পর্যটকদের সামনে তুলে ধরার জন্যই এমন বিশেষ মন্দির নির্মাণ করা হচ্ছে। নিউ দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই ভগীব্রহ্মপুর এলাকায় এই বিশাল মন্দির (Digha Jagannath Temple) তৈরি করা হচ্ছে। প্রায় কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা হচ্ছে এটি। যেভাবে দ্রুত গতিতে মন্দিরের কাজ চলছে, তাতে করে আগামী কয়েক মাসের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এর দ্বারা খুলে যাবে। মনে করা হচ্ছে, এই মন্দির দিঘার আকর্ষণ বিন্দু হয়ে উঠবে।

Related Articles