কলকাতানিউজরাজ্য

এবারের পুজোয় কিসে ছাড়, কি থাকছে বাধ্যতামূলক, তালিকা প্রকাশ রাজ্য সরকারের

এইবছর দুর্গোপুজোতে কি কি নিয়মকানুন থাকবে, তার তালিকা দিলেন মুখ্যমন্ত্রী। জেনে নিন-

Advertisement
Advertisement

করোনা আবহেই এইবছর হবে বাঙালীর শ্রেষ্ট উৎসব। তবে অন্যবছরের থেকে একদম আলাদা হবে এই বছরের পুজো। থাকবে অনেক নিয়ম। আর আজ নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে নতুন এই নিয়মাবলি নিজেই জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এইবছর বাদ পড়বে অনেককিছুই। আবার যোগ হবে অনেক নিয়ম। তবে এইবছর রাজ্যে ৩৭ হাজারেরও বেশি দুর্গাপুজো হচ্ছে বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এইবছর দুর্গোপুজোতে কি কি নিয়মকানুন থাকবে, তার তালিকা দিলেন মুখ্যমন্ত্রী। জেনে নিন-

১) চারপাশটা খোলা রেখে প্যান্ডেল করতে হবে।

২) শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। দর্শনার্থীদের জন্য প্রয়োজনে গন্ডি কেটে দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) মণ্ডপের ১ কিংবা আধ কিলোমিটারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, ও মাস্ক রাখতে হবে।

৪) প্রত্যেকের মুখে অবশ্যই মাস্ক থাকতে হবে। মণ্ডপে প্রবেশের আগে প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতেই হবে।

৫) ভিড় এড়াতে মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ আলাদা করতে হবে।

৬) তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত সারারাত পুজো দেখা যাবে।

৭) কমিটিগুলোকে ২ তারিখ থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে।

৮) প্রত্যেক মণ্ডপে পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকতে হবে। দর্শনার্থীদের সতর্ক করতে সতর্কতামূলক ঘোষণা বারবার করতে হবে।

যেগুলি এইবছর বাদ পড়েছে, সেগুলি হল-

১) রেড রোডের পুজো কার্নিভ্যাল বাতিল হয়েছে। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরের বছর খুব ভালো করে কার্নিভ্যাল করা হবে।

২) একসঙ্গে অঞ্জলি, সিঁদুরখেলা হবে না। ছোট ছোট দলে দর্শনার্থীদের ভাগ করে শারীরিক দূরত্ব মেনে অঞ্জলি এবং সিঁদুরখেলা করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৩) পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এবার সরাসরি হচ্ছে না। বিশ্ব বাংলার তরফে পুরস্কার বিতরণী ভার্চুয়ালি করা হবে।

Related Articles