কলকাতানিউজরাজ্য

বিশ্বের দরবারে উজ্জ্বল বাঙালিদের নাম, সেরা বিজ্ঞানীদের মঞ্চে পুরস্কৃত বাঙালিরা

এদের মধ্যে পশ্চিমবঙ্গে কর্মরত ২ জন বিজ্ঞানীও আছেন। বাকি ৪ জন বাইরের রাজ্যে কর্মরত।

Advertisement
Advertisement

ফের বিশ্বের দরবারে উজ্জ্বল হল বাঙালিদের নাম। এবার দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ জয়ী হলেন ৬ জন বাংলায় বিজ্ঞানী। এদের মধ্যে পশ্চিমবঙ্গে কর্মরত ২ জন বিজ্ঞানীও আছেন। বাকি ৪ জন বাইরের রাজ্যে কর্মরত। পৃথিবীর প্রথম ১০০ বিগগন নগরীর মধ্যে এবার জায়গা পেল কলকাতাও। এই তালিকার প্রথম দিকে রয়েছে বেজিং, নিউইয়র্ক, বোস্টন ইত্যাদি শহরগুলো।

যে ৬ জন বিজ্ঞানী জয়ী হয়েছেন, তারা হলেন- গণিতে পুরস্কারজয়ী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক রজতশুভ্র হাজরা, আইআইটি বম্বের অধ্যাপক অধ্যাপক সূর্যেন্দু দত্ত, খড়গপুরের আইআইটির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়, পদার্থবিজ্ঞানে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া, জীববিজ্ঞানে হায়দরাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনিস্টিকসের অধ্যাপক শুভদীপ চট্টোপাধ্যায় ও মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধ্যাপক কিংশুক দাশগুপ্ত।

শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ৭৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছরের ১৪ জন পুরস্কারজয়ীর তালিকা প্রকাশ করা হয়েছে। কলকাতার আরেক বিজ্ঞানীও রয়েছেন। তিনি হলেন- রসায়নে কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের অধ্যাপিকা জ্যোতির্ময়ী দাস।

Related Articles