নিউজ

বন্ধ হচ্ছে Gmail, সিমকার্ডের জন্য ফাইন দিতে হবে ১০ লক্ষ টাকা, ১লা ডিসেম্বর থেকে ৫ নিয়মে বড় পরিবর্তন

Advertisement
Advertisement

Rules changing from 1st December: চলে এসেছে বছরের অন্তিম মাস। আজ ১লা ডিসেম্বর। অন্যান্য মাসের মতো এই মাসেও একাধিক নিয়মে বদল এসেছে দেশে। সিম কার্ডের নিয়ম অমান্য করলে জরিমানা আরোপ থেকে শুরু করে গুগল অ্যাকাউন্ট ডিলিট সবই ঘটতে চলেছে ডিসেম্বর মাসটিতে। চলুন এই সমস্ত ঘটনার তালিকাতেই একবার নজর দেওয়া যাক।

১ লা ডিসেম্বরে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে (Rules changing from 1st December)

 

Rules changing from 1st December

১. গুগল অ্যাকাউন্টের অস্তিত্ব: কেউ যদি ২ বছর ধরে জিমেল অ্যাকাউন্ট না খুলে থাকে, তাহলে সেটি বন্ধ হয়ে যাবে। এই নিয়ম চালু হয়ে গেছে ১লা ডিসেম্বর থেকেই।

Madhyamik Exam 2024

২. সিমকার্ড নিয়ম: ১লা ডিসেম্বর থেকে সিমকার্ড হোল্ডারদের ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে।এই নিয়ম কেউ যদি পালন না করে, তাহলে তাঁকে ১০ লক্ষ টাকা জরিমানা গুনতে হতে পারে। বাণিজ্যিক কারণ না থাকলে একইসঙ্গে একাধিক সিম কেনা যাবে না। তবে, এই নিয়ম নতুন সিমের ওপরে প্রযোজ্য হবে।

Rules changing from 1st December

৩. ঘরোয়া রান্নার গ্যাসের দাম: প্রায় প্রত্যেক মাসেই প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের আপডেটের রেট ঘোষণা করা হয়। সেই হিসাবে আজ রান্নার গ্যাসের দাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের মাসে দুইবার বাণিজ্যিক গ্যাসের দাম বদলানো হয়েছে। এই হিসাবে আজ ঘরোয়া রান্নার গ্যাসের দামে পরিবর্তন দেখা দিতে পারে বলে অনুমান করা হয়েছে। জানিয়ে রাখি, ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৩১ আগস্ট থেকে বদলায়নি।

৪. আইপিও-র নয়া সময়সীমা: সেবি (স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া) আইপিও নথিভুক্ত করার সময়সীমা কমিয়ে দিয়েছে। ১লা ডিসেম্বরে লাগু হওয়া নয়া নিয়ম অনুসারে আইপিও নথিভুক্ত করার কাজ ৩ দিনের মধ্যে করতে হবে।

৫. ফ্রী ভিসা: মালয়েশিয়া যাওয়া যাবে ভিসা ছাড়াই। এই ছাড় মিলছে ১লা ডিসেম্বর থেকে। এর বৈধতা থাকবে ৩০ দিন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles