নিউজরাজ্য

আগামী ৪৮ ঘণ্টা, রাজ্যের যেসব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর

আজ থেকে আগামী তিনদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। পর্যাপ্ত বৃষ্টির জন্য অপেক্ষা করছে রাজ্যবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা ও ওড়িশা উপকূলে তৈরী হয়েছে নিম্নচাপ। এর সাথে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে আজ থেকে আগামী তিনদিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবারেও এই বৃষ্টি জারি থাকবে। যদিও আজ সকালে কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। যদিও ওই বৃষ্টির পরিমাণ খুব কম।

তবে এই পূর্বাভাসের ও বদল ঘটতে পারে। দক্ষিণবঙ্গে বেশ কিছুদিন ধরেই বৃষ্টির দেখা নেই। তাই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বৃষ্টির জন্য চাতক পাখির মত অপেক্ষা করছে আমজনতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ যদি বৃষ্টি হয়, তাহলে সামান্য হলেও স্বস্তি মিলতে পারে। এদিকে এই বৃষ্টির জন্য শুক্রবার ও শনিবার বাংলা ও ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles