কলকাতানিউজরাজ্য

শীতের মরশুমে বৃষ্টির পূর্বাভাস, আগাম বার্তা আবহাওয়া দফতরের

ভোর আর রাতের তাপমাত্রা কমের দিকে থাকলেও, দিনের বেলায় সূর্যের তেজ ছিল অনেকটাই বেশি।

Advertisement
Advertisement

এইবছর নভেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছিল। শুরুতেই বেশ দাপট দেখাচ্ছিল। কিন্তু তারপরেই কেমন যেন বদলে গেল। নিজেকে একেবারে যেন গুটিয়ে নিলো শীত। প্রথমে শীতের ভাবসাব দেখেই মনে হচ্ছিলো যে লেপ-কম্বল-সোয়েটার-মাফলারের দিন শুরু হবে। তবে সেইসব আর হলো না।

ভোর আর রাতের তাপমাত্রা কমের দিকে থাকলেও, দিনের বেলায় সূর্যের তেজ ছিল অনেকটাই বেশি। তাপমাত্রার পারদও অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে এবার আবহবিদরা আশার কথা শোনালো, ফের শক্তি সঞ্চয় করে জাঁকিয়ে বসতে চলেছে শীত। এই সপ্তাহের শেষ থেকেই ফের কমবে তাপমাত্রার পারদ। আর বাড়বে শীতের দাপট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমবে তাপমাত্রা।

এছাড়া আগামী শুক্রবার থেকে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। আগামী দুদিন উত্তরের পার্বত্য অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। আর বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯% থাকবে।

Related Articles