আন্তর্জাতিকনিউজ

ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে ‘নোবেল পুরস্কার’ পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কয়েকদিন আগে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আর এবার প্রধানমন্ত্রীর পালা।

Advertisement
Advertisement

নোবেল পুরষ্কার পেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই নোবেল ব্যঙ্গাত্মক! এই পুরস্কারের নাম Ig Nobel প্রাইজ৷ কয়েকদিন আগে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আর এবার প্রধানমন্ত্রীর পালা। এর আগেও ভারতের আরেক প্রধানমন্ত্রী এই নোবেল পুরস্কার পেয়েছিলেন।

তাঁকে কেন এই নোবেল দেওয়া হল? তাঁকে এই নোবেল দেবার কারণ হল- করোনা মহামারীর সময় তিনি বিশ্বকে বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবন ও মৃত্যুর উপরে রাজনৈতিক নেতাদের প্রভাব বিজ্ঞানীদের চেয়ে অনেক বেশি৷ তবে এই মহামারীর সময় সঙ্কট সামলাতে একাধিক ব্যবস্থা ও চেষ্টার কথা বলেছেন তিনি। কিন্তু পরিযায়ী শ্রমিকদের মৃত্যু নিয়ে কিংবা দেশের বেকারত্ব নিয়ে সরকারের কোনো চিন্তাভাবনা বিশেষ দেখা যায়নি৷ তাই প্রধানমন্ত্রীকে এই পুরস্কার দেওয়া হয়েছে৷

এবার জানতে হবে, IG NOBLE পুরস্কার কী? এটি হল একটি ব্যঙ্গার্থক নোবেল প্রাইজ৷ অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফে বিভিন্ন রাষ্ট্রনেতাদের প্রতি বছর এই নোবেল পুরস্কার ব্যঙ্গ করে দেওয়া হয়৷ এক্ষেত্রে কোনও খবর বা ঘটনার ব্যঙ্গার্থক দিকটিকে বেশি ফোকাস করা হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে একেবারে ঠাট্টা ও মজার ছলে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়৷

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই নোবেল পুরস্কার এর আগে পেয়েছিলেন ১৯৯৮ সালে অটলবিহারী বাজপেয়ী। তাঁর ‘আগ্রাসী শান্তপূর্ণ’ ভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য৷ তবে শুধু প্রধানমন্ত্রীই নন, এর আগে অঙ্ক, জনস্বাস্থ্য, শান্তি- ইত্যাদি ক্যাটেগরিতেও একাধিক ভারতীয় এই ব্যাঙ্গার্থক নোবেল পেয়েছেন।

Related Articles