দেশনিউজ

ঠিক কত দিন টিকবে অযোধ্যার রাম মন্দির? স্পষ্ট জানিয়ে দিল ট্রাস্ট

১ হাজার বছর রোদ, জল কোনোকিছুই রামমন্দিরের ক্ষতি করতে পারবেনা। এমনকি মন্দির তৈরির আগে মাটি পরীক্ষা করা হবে।

Advertisement
Advertisement

রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই বুধবার জানিয়েছে অযোধ্যার রাম মন্দির শুধুমাত্র পাথর দিয়েই তৈরি হবে। কোনো রকম লোহা ব্যবহার করা হবেনা। তিনি আরও জানিয়েছেন এই মন্দিরটি ১ হাজার বছর টিকবে। এছাড়া আগামী ৩৬ থেকে ৪০ মাসের মধ্যে রামমন্দির পুরোপুরি তৈরি হয়ে যাবে। চম্পত রাই জানিয়েছে রামমন্দির তৈরিতে প্রায় দশ হাজার তামার রডের প্রয়োজন রয়েছে। তাই তিনি মন্দির তৈরিতে তামার রড দিয়ে সাহায্য করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, ১ হাজার বছর রোদ, জল কোনোকিছুই রামমন্দিরের ক্ষতি করতে পারবেনা। এমনকি মন্দির তৈরির আগে মাটি পরীক্ষা করা হবে। চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা মাটি পরীক্ষা করবে।

সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট মন্দির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এছাড়া লরসেন অ্যান্ড টুবরো মন্দিরের নির্মাণ প্রক্রিয়ার পুরোপুরি তত্ত্বাবধান করবে।

Related Articles