আন্তর্জাতিকনিউজ

ধর্ষণ করলেই ফাঁসি, কড়া আইন পাশ ওপার বাংলায়

এবার ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদন্ডের বিধান আঁচে বাংলাদেশ সরকার।

Advertisement
Advertisement

ধর্ষণ রুখতে এবার কঠিন পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশ সরকার। ওপার বাংলাতেও ভারতের মতো ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। আর এই অবস্থায় ধর্ষণ রুখতে কঠোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। এবার ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদন্ডের বিধান আঁচে বাংলাদেশ সরকার। আর এই সিদ্ধান্তই ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক।

এটাও জানা গিয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন বাংলাদেশে ধর্ষণ ও খুনের জন্য ফাঁসি দেওয়া হত। তবে এবার থেকে ধর্ষণের সর্বোচ্চ সাজা হিসাবে ফাঁসি দেওয়া হবে। কয়েকদিন আগেই স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনাতে উত্তাল হয়েছিল গোটা দেশ। প্রতিদিনই মিছিল, বিক্ষোভ চলছিল। আর এবার ধর্ষণ রুখতে কড়া পদক্ষেপ নিল বাংলাদেশের শেখ হাসিনার সরকার।

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হবে। আর এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ওপার বাংলার মানুষেরা। ধর্ষণ রুখতে কঠিন পদক্ষেপ গ্রহণ করার দরকার ছিল বলে মনে করছেন বাংলাদেশর মানুষেরা।

Related Articles