দেশনিউজ

ভারতে তৈরি হচ্ছে রাফালের চেয়েও উন্নত বিধ্বংসী যুদ্ধবিমান, ভয়ে কাঁপবে সব শত্রু দেশ!

রাফালের চেয়েও অনেক বেশি উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরী হচ্ছে ভারতেই।

Advertisement
Advertisement

লাদাখ সীমান্তে উত্তেজনা যেমন রয়েছে। ঠিক তার মধ্যেই আত্মনির্ভতার পথে আরেক ধাপ এগোল ভারত। দেশে এখন শুধু শক্তিশালী রাফাল যুদ্ধবিমান আছে, এমনটা নয়, রাফালের চেয়েও অনেক বেশি উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরী হচ্ছে ভারতেই। করোনা মহামারী চলাকালীন সময়েই এই কাজ আরম্ভ করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে। আর ভারতের কাছে যে রাফাল আছে, সেই যুদ্ধবিমান ৪.৫ জেনারেশনের। তবে এবার ভারতেও পঞ্চম জেনারেশনের এই যুদ্ধবিমান তৈরি হবে। তবে এগুলি তৈরী করতে সময় লাগবে ৯ বছর। অর্থাৎ ২০২৯ সাল নাগাদ এই যুদ্ধবিমান হাতে পাবে ভারত। সূত্রের খবর অনুযায়ী, এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরী করতে রাশিয়ার সাহায্য নেওয়ার কথা ছিল ভারতের।

কিন্তু ২০১৭ সালে সিদ্ধান্ত হয় ভারত নিজেই এই যুদ্ধবিমান বানাবে। ইতিমধ্যেই যুদ্ধ বিমানের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে বলে জানা গেছে। এটি এরোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি ও এয়ারক্রাফট রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার তৈরী করেছে। হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড বিমানটিকে তৈরী করবে।

এই যুদ্ধবিমানের কি কি বিশেষত্ব থাকবে?

১) গ্রাউন্ড আঘাতের ক্ষেত্রে অনেক ভয়ংকর হবে ফিফথ জেনারেশনের বিমানগুলি।

২) AESA ব়্যাডার, ডাটা ফিউশনের ক্ষমতা-সহ সমুদ্র ও ভূমির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

৩) এই যুদ্ধবিমানগুলো হবে মাল্টি রোল বা একাধিক ভূমিকা পালনকারী।

৪) গতি অনেক বেশি হবে।

৫) সহজেই ওঠানামা করা যাবে।

৬) বম্বিং ও ইন্টারসেপশনেও রাফালের চেয়ে বেশি ক্ষমতাশালী হবে এই যুদ্ধবিমান।

Related Articles