আন্তর্জাতিকনিউজ

মাত্র ৮৭ টাকায় বিক্রি হচ্ছে সুন্দর আকর্ষণীয় বাড়ি, রইল ঠিকানা

Advertisement
Advertisement

বাড়ি পাওয়া যাচ্ছে মাত্র ৮৭ টাকায়, তাও আবার ইতালিতে! ইতালির মুসোমিলি শহরে বাড়ি পাওয়া যাচ্ছে নামমাত্র দামে, ভারতীয় মুদ্রায় যার মূল্য মাত্র ৮৭ টাকা ১১ পয়সা। সংবাদ সংস্থা সিএনএন এই খবরটি প্রকাশ করেছে।

ইতালির মতো জায়গায় নামমাত্র মূল্যে বাড়ি পাওয়ার রহস্যটা কী? ইতালির মুসোমিলি শহর থেকে লোকজন বড় শহরের দিকে বসবাসের পাট চুকিয়ে চলে যাচ্ছে, বিশেষত নতুন প্রজন্ম। পুরনো শহরগুলিতে লোকজন থাকতে চাইছে না, তাই বাধ্য হয়েই প্রশাসনকে নিলামে তুলতে হচ্ছে পুরনো বাড়িগুলিকে।

মুসোমিলি শহরে জনসংখ্যা বাড়াতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে সিসিলির সালেমি শহরও ভূমিকম্পের পর জনশূন্য হয়ে গেছিলো। সেক্ষেত্রে সরকারের এই উদ্যোগই সফল হয়েছিলো।

১৯৬৮ সালে ভূমিকম্পের পর সরকার ওই বাড়িগুলো সারাই করে নিলামে তুলে কম দামে বিক্রি করে। প্রচুর মানুষ বাড়িগুলো কেনার পর জনসংখ্যা বাড়তে থাকে সালেমি শহরে, এবং সরকারের প্রচেষ্টা সফল হয় সেক্ষেত্রে। মুসোমিলি শহরের জন্যও সরকার এই উদ্যোগই নিয়েছে।

Related Articles