নিউজরাজনীতিরাজ্য

“হিন্দু যুবকদের হাতে অস্ত্র তুলে নিতে হবে”, মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিলীপ ঘোষের

Advertisement
Advertisement

আবার হাতে অস্ত্র তুলে নেওয়ার নিনাদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। ‘আগে প্রতিশোধ নিতে হবে, তারপর থানায় যেতে হবে’, বললেন তিনি।

দিলীপ ঘোষ বলেন, হিন্দু যুবকদের হাতে অস্ত্র তুলে নিতে হবে মহিলাদের সম্মান রক্ষার জন্য। আরও যোগ করেন, ‘পশ্চিমবঙ্গ হল মাতৃপূজার দেশ। এখানকার মানুষ ভেবেছিলেন, মহিলাকে মুখ্যমন্ত্রী করে দেখা যাক, হয়তো মা-বোনের সম্মান সুরক্ষিত হবে। হল কী! তিনি মহিলাদের বলছেন চরিত্র খারাপ। ইজ্জতের দাম লিখে দিচ্ছেন। ধর্ষিতার ক্ষতিপূরণ দিচ্ছেন। মহিলাদের সম্মান বিক্রি করার অধিকার কে দিয়েছে?’

বুধবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় হিন্দু জাগরণ মঞ্চের সভায় ভাষণ দিতে গিয়ে ফের এই বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপির রাজ্য সভাপতি আর‌‌ও ব্যাখ্যা করেন, রাজ্যে কেন মহিলাদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। তাঁর মতে, ‘হাতের পেশি নরম হয়ে গিয়েছে। তাই তলোয়ার ধরতে পারছি না, বন্দুক ধরতে পারছি না। চোখে সামনে মা-বোনেদের টেনে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে। আর আমরা ম‍্যা ম‍্যা করে থানায় যাচ্ছি। আগে প্রতিশোধ নিতে হবে, তারপর থানায় যেতে হবে।’

দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতির, ‘এমন বেআইনি কথা বিজেপি নেতাদের  মুখেই শোভা পায়। বেআইনি কথা বলে লাভ নেই। কেউ অস্ত্র নিলে পুলিশ ব্যবস্থা নেবে। আমরা বুঝে নেব। উনি যদি ভেবে থাকেন, তৃণমূলের লোকেরা হাতে চুরি পরে বসে আছে, তাহলে ভুল করছে। একটা নয়, হাজারটা দিলীপ ঘোষকে সামলানোর ক্ষমতা তৃণমূলের আছে।’

Related Articles